× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়েল এস্টেট ব্যবসায় মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৬:১১ পিএম

স্পেনে ব্যবসা করবেন মেসি— সংগৃহীত ছবি

স্পেনে ব্যবসা করবেন মেসি— সংগৃহীত ছবি

স্পেনে ক্যারিয়ারের লম্বা সময় কাটিয়েছেন লিওনেল মেসি। এবার সেই দেশেই রিয়েল এস্টেট ব্যবসায় নামছেন আর্জেন্টাইন সুপার স্টার। কাতার বিশ্বকাপ জয়ীর মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি।  

স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূল ধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকারও বেশি। এদিফিসিও রোসটাওয়ার সোচিমির বোর্ডের চেয়ারম্যানও মেসি।  মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

যার একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা তাদের আছে। এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে। স্পেনে আরও রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। তাছাড়া লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের। 

মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। কোম্পানির বেশিরভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। এখানে তিনি বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত। তার পর বার্সা ছেড়ে পিএসজি যোগ দেন। এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা