× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরের স্পোর্টিং উইকেটের রহস্য জানালেন ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫ ১৩:০৯ পিএম

মিরপুরের স্পোর্টিং উইকেটের রহস্য জানালেন ফারুক

মিরপুর উইকেট মানেই রানখরা, ব্যাটসম্যানদের বধ্যভূমি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে চলে এমন বিশেষণ। চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে ১৪০ রান তুলতেই দলগুলোর নাভিশ্বাস উঠে যেত। কিন্তু এবারের বিপিএলে বদলে গেছে মিরপুরের উইকেট। প্রথমদিন থেকেই দেখা যাচ্ছে রানের ফোয়ারা, যার পেছনের কারিগর বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির নতুন সভাপতি হন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর ‘নতুন বিপিএল’ ধারণার জন্ম দিয়েছেন। আসর শুরুর আগে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও প্রধান নির্বাচক মিরপুরের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে শর্ত দিয়েছিলেন যে, মাঠের ক্রিকেটটা ভালো হতে হবে। তাই মিরপুরে দেখা যাচ্ছে স্পোর্টিং উইকেট। 

গতকাল মঙ্গলবার খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের ম্যাচ চলাকালে আচমকা প্রেসবক্সে হাজির হন ফারুক আহমেদ। এসময় সাংবাদিকদের সঙ্গে লম্বা সময় ধরে আলাপকালে বিসিবিতে নিজের নতুন দায়িত্ব নিয়ে অভিজ্ঞতার কথা জানান তিনি। উইকেটের বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘কিউরেটরকে আগেই নির্দেশনা দিয়েছি, উইকেট যেন স্পোর্টিং হয়। ব্যাটসম্যানরা রান করতে পারে, বোলাররাও যেন চাইলে ভালো বোলিং করতে পারে।’

বিসিবি সভাপতি উদাহরণ টেনে বলেছেন, সেন্ট কিটসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ২৯৪ আর ৩২১ রান করেছিল বাংলাদেশ। সেই সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হলেও এমন ব্যাটিং উইকেট মনে ধরেছিল ফারুকের। তাই তিনি বিপিএলে এমন উইকেট তৈরির নির্দেশ দেন, যাতে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতে পারে। 

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিরপুরের উইকেট একইরকম থাকবে কিনা- সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ফারুক। তবে তিনি খুব একটা পরিবর্তন হবে বলে মনে করেন না তিনি, ‘উইকেটে আড়াই মিলিমিটার ঘাস রাখা হয়েছে। ঘাস আরও কমও রাখা যেত, কিন্তু সে ক্ষেত্রে পরের দিকে উইকেট ভালো থাকত না। আমি বলেছি এ রকম উইকেটই রাখতে। উইকেটের আচরণ অনেক কারণেই বদলাতে পারে। পরের দিকে কী হয় বলতে পারব না। তবে আশা করি খুব বেশি পরিবর্তন হবে না। স্পোর্টিং উইকেটই থাকবে। বিপিএলে দর্শকেরা রান দেখবেন।’

এদিক প্রেসবক্সে হাজির হওয়ার আগে মিরপুরের কমেন্ট্রি বক্সে যান ফারুক। সেখানে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি কিছু সময় তিনি ধারাভাষ্যও দেন। প্রথমবার ধারাভাষ্য দিয়ে কেমন লেগেছে, সাংবাদিকের এমন এক প্রশ্নে হাসতে হাসতে ফারুক বলেন, ‘ধারাভাষ্য আর কী…. মনে হচ্ছে তো ইন্টারভিউ দিয়েছি’। 

ফারুক আহমেদ জানান, তিনি বিপিএলে বাংলা ধারাভাষ্য চালু করার চেষ্টা করেছিলেন। টিকিটসহ বেশ কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে তিনি জানান লোকবল সংকটের কথা। পাশাপাশি দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আরও অনেক জায়গায় পরিবর্তন করতে হবে জানিয়ে বিসিবি সভাপতি ধৈর্য ধরার আহবান জানান।

এদিকে বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের চোখে, বিপিএলে এবার এখন পর্যন্ত মিরপুরের উইকেট দেখাচ্ছে তার সেরা রূপ,‘উইকেট অত্যন্ত ভালো। কাল দুই ম্যাচেই ব্যাটসম্যানরা রান পেয়েছে, আবার বোলাররাও চাইলে উইকেট থেকে সুবিধা নিতে পেরেছে। প্রথম দিন দ্বিতীয় ম্যাচে কয়েকটা বল মনে হচ্ছিল একটু কঠিন, তবে পরে আবার ঠিক হয়ে গেছে। উইকেটে অসম কিছু নেই, এটাই বড় কথা’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা