× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অঙ্কনের দ্রুততম ফিফটির রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯ পিএম

বিপিএলে রেকর্ড পাতায় নাম লেখানোর পর অঙ্কনের উল্লাস। —  ছবি: আ. ই. আলীম

বিপিএলে রেকর্ড পাতায় নাম লেখানোর পর অঙ্কনের উল্লাস। — ছবি: আ. ই. আলীম

রনি তালুকদারের একটু মন খারাপ হতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দ্রুততম ফিফটির রেকর্ডটি আর অক্ষুণ্ন নেই। দশম আসরে ১৯ বলে ফিফটি করেছিলেন রংপুর রাইডার্সের এই টপঅর্ডার ব্যাটার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রনির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের উইকেটরক্ষক ব্যাটার ১৮ বলে ফিফটি করেছেন। বিপিএলে দেশের ব্যাটারদের দ্রুততম ফিফটির রেকর্ড এটি।

বিপিএলই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের দ্রুততম ফিফটির রেকর্ডেও নাম লিখিয়েছেন মাহিদুল। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাস। এবার লিটনের কাতারে উঠে এসেছেন অঙ্কন। এ ছাড়া বিপিএলে এর আগে সমান ১৮ বলে ফিফটির নজির আছে আরও দুটি। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খুশদিল শাহ এবং ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটি গড়েন। তাদের তালিকায় যৌথভাবে নাম উঠেছে অঙ্কনের।

দেশীয়দের মধ্যে শীর্ষে থাকলেও বিপিএলের ইতিহাসে ১৬ বলে ফিফটির রেকর্ড রয়েছে। ২০১২ সালে মিরপুরেই দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ। ২০২২ সালে তার সে রেকর্ড ভেঙে দেন সুনীল নারিন। ক্যারিবিয়ান হার্ডহিটার শেহজাদের চেয়েও তিন বল কম খেলে ফিফটির দেখা পান।

গতকাল তার ব্যাটিং ঝড়েই মূলত ২০৩ রানের বড় পুঁজি পায় খুলনা এবং ৩৭ রানে জয় তুলে নেয়। সব মিলিয়ে অঙ্কনের ব্যাট থেকে আসে ২২ বলে অপরাজিত ৫৯ রান। ইনিংসে ২২ বলে ১ চার ও ৬ ছক্কা হাঁকান তিনি। তার রেকর্ডের ম্যাচে খুলনা টাইগার্সও জয় দিয়ে বিপিএলের আসর শুরু করেছে। শামীম পাটোয়ারীর ৩৮ বলে ৭৮ রান ছাড়া চট্টগ্রামের পক্ষে কেউ কার্যকরী ইনিংস খেলতে পারেননি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা