প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম
২০২৪ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চোখ বুলালে আশ্চর্যই হতে হয়। যেখানে আর্লিং হাল্যান্ড, রবার্ট লেভানডফস্কি, কিলিয়ান এমবাপে কিংবা গোলমেশিনখ্যাত হ্যারি কেইনদের মতো তারকাদের টপকে সবার উপরে অনেকটা অচেনা এক নাম! অচেনাই বলতে হয়, কেননা কদিন আগে ফুটবল দুনিয়ায় তেমন কোনো পরিচিত নাম ছিলেন না ভিক্টর ইয়োকেরেস। তাকে চেনানোর তোড়জোড় পরে মূলত চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলায়। হ্যাটট্রিক করে সেই ম্যাচের পর থেকে আলোচনার কেন্দ্রে আসলেও ইয়োকেরেস আলো ছড়াচ্ছিলেন আরও আগে থেকে।
যার ফল হিসেবে ২০২৪ সালের হিসেবে সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করতে যাচ্ছেন ইয়োকেরেস। ট্রান্সফারমার্কেটের এক হিসাবে দেখা গেছে, এ বছর পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ইয়োকেরেস করেছেন ৫২ গোল। আর জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ইয়োকেরেসের গোল ১০টি। সব মিলিয়ে এ বছর ইয়োকেরেসের গোল ৬৩ ম্যাচে ৬২টি।
গোল করার দিক থেকে স্পোর্টিং লিসবনের ফরোয়ার্ড ইয়োকেরেসের ধারেকাছেও নেই অন্যরা। এমনকি দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করতে যাওয়া আর্লিং হাল্যান্ডও ইয়োকেরেসের চেয়ে পিছিয়ে আছেন ১৩ গোলে। এ বছর ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪৯ গোল করেছেন নরওয়ের ম্যানচেস্টার সিটির এই তারকা। আর তিনে থাকা ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের গোল ৪৬টি। এই তালিকার চারে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ ২০২৩ সালে সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন সাবেক রিয়াল তারকা। এর আগে ২০১৫ পঞ্চিকাবর্ষেও সর্বোচ্চ গোল করেছিলেন বর্তমানে আল নাসরে খেলা রোনালদো।
২০২৪ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল:
ভিক্টর ইয়োকেরেস, ৬২ গোল
আর্লিং হাল্যান্ড, ৪৯ গোল
হ্যারি কেইন, ৪৬ গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো, ৪৩ গোল