× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেড কাপ

তিন ম্যাচ পর জয়ে ফিরল কিংস, বড় ব্যবধানে জিতেছে ফর্টিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৭ পিএম

গোলের পর কিংসের উল্লাস। ছবি : বাফুফে

গোলের পর কিংসের উল্লাস। ছবি : বাফুফে

প্রবল প্রতিদ্বন্দ্বিতা, হাল না ছাড়ার মানুষিকতা, গোলে পিছিয়ে পড়া, আবার ফেরা; এমনই এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হলো বছরের শেষ দিন। তবে হার না মানষিকতা নিয়েও বাংলাদেশ পুলিশ এফসি শেষ পর্যন্ত পেরে উঠল না বসুন্ধরা কিংসের সঙ্গে। পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিল কিংস। 

মঙ্গলবার ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে পুলিশকে ৩-২ গোলে হারায় কিংস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ভ্যালেরি তিতার দল। এমনটা দেখা যায়নি সর্বশেষ তিন মৌসুমে। এদিন কিংসের হয়ে একটি করে গোল করেছেন তপু বর্মন, মিগেল ফেরেইরা দামাশেনো ও জোনাথন ফের্নান্দেস। পুলিশের জোড়া গোল আসে আল আমিনের পা থেকে। গ্রুপের অপর ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফর্টিস এফসি।

ফেড কাপে তিন খেলায় দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে ফর্টিস এফসি। সমান ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কিংস। 

এই জয়ে ফাইনালের কোয়ালিফিকেশন রাউন্ডে খেলা জোরাল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফর্টিসের বিপক্ষে আগের ম্যাচে ২-০ গোলে হেরে আসা কিংস এদিন শুরু থেকে ছড়ি ঘোরাতে থাকে পুলিশের ওপর। ষষ্ঠ মিনিটে এগিয়েও যায় তারা। মিগেল দামাশেনোর কর্নারে তপুর নিখুঁত ফ্লিকে বল দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে। তবে লিড পাওয়ার আনন্দ দ্রুতই মিইয়ে যায়। ফিরতি মিনিটেই যে পুলিশকে সমতায় ফেরান আল-আমিন। ইসা ফয়সালের ক্রস ধরে বসুন্ধরার দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বের হয়ে দারুণ গোল করেন এই ফরোয়ার্ড।

চার মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় কিংস। খেলার ১১ মিনিটে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন কিংস অধিনায়ক মিগেল। জনাথন ফের্নান্দেসের পাস থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২৫ মিনিটে গোলরক্ষক রাকিবুল তুষার ও সাগর মিয়া যৌথভাবে পুলিশকে গোল হজম করা থেকে রক্ষা করেন। বিরতির আগে পুলিশের পোস্টের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন রাকিবুল তুষার। ২৫ মিনিটে ফাহিমের শট ফিস্ট করে তুষার আটকানোর পর রাকিবের ফিরতি শট গোললাইন থেকে ফেরান সাগর মিয়া। ৩৪ মিনিটে সতীর্থের ছোট পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন স্ট্রাইকার রাকিব হোসেন। বল বাঁক খেয়ে ঠিকানা খুঁজে নেওয়ার আগেই ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের্নান্দেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দামাশেনো দূরের পোস্টে শট নেন। পুলিশ গোলরক্ষক রাকিবুল আবারও ঝাঁপিয়ে হতাশ করেন কিংসকে। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।

এরপর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও দুটি গোল। তবে আর সমতায় ফিরতে পারেনি পুলিশ। বরং ৫২ মিনিটে কিংসের হয়ে ব্যবধান ৩-১ করেন জোনাথন ফের্নান্দেস। দুই মিনিটের মধ্যে কিংসের জাল কাপিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় পুলিশ। এবারও আল আমিনের গোল। কাজেম শাহ কিরমানির রক্ষণ চেরা পাস ধরে গোলরক্ষককে কাটাতে গিয়ে দূরূহ কোণে চলে যান আল-আমিন। সেখান থেকেই নিখুঁত শটে জাল খুঁজে নেন পুলিশের এই ফরোয়ার্ড। পরে আর পুলিশ খুঁজে পায়নি সমতাসূচক গোলের দেখা। দুই ম্যাচে ১টি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা