× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহিদুল তাণ্ডবে রানপাহাড়ে খুলনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:০০ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:২০ পিএম

ছয় ছক্কায় দ্রুততম এক ফিফটি গড়েন অঙ্কন— আ. ই. আলীম

ছয় ছক্কায় দ্রুততম এক ফিফটি গড়েন অঙ্কন— আ. ই. আলীম

মাহিদুল ইসলাম অঙ্কন যখন ক্রিজে আসেন, তখন রান করতে ধুকছিল খুলনা টাইগার্স। টপ অর্ডারের চার ব্যাটার হারিয়ে মাঝারি লক্ষ্যে এগোচ্ছিল দল। তখনই চার-ছক্কার তাণ্ডব চালান অঙ্কন। ছয় ছক্কায় ইনিংস রাঙানো অঙ্কন ১৮ বলে আনেন ফিফটি। উইকেটরক্ষক ব্যাটারের ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৪ উইকেটে ২০৩ রান আনে খুলনা। জিততে হলে চিটাগং কিংসকে করতে হবে ২০৪ রান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন নাঈম ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা এই ব্যাটার। ১৭ বলে ২৬ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

তিনে ব্যাট করতে নেমে ওপেনার বোসিসটোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৭৯ রান তুলতে পারে খুলনা। তবে সেট হয়েও পিচে থিতু হতে পারেননি মিরাজ।১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ইব্রাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন ৮ রানে আউট হলে ছন্দ হারায় খুলনা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন ওপেনার বোসিসটো। ষষ্ঠ উইকেটে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২২ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। মারকুটে ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি তুলে নেন অঙ্কন।

শেষ পর্যন্ত অঙ্কনের ২২ বলে ৫৯ রান এবং বোসিসটোর ৫০ বলের অপরাজিত ৭৫ রানে ভর করে ২০২ রানের বড় পুঁজি পায় খুলনা। চিটাগং কিংসের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা