× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল নিয়ে ‘বিব্রত’ ইউনাইটেড কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১২:২১ পিএম

শনির দশা কাটছে না আমোরির দলের৷ বিষয়টিতে ক্ষুব্ধ পর্তুগিজ কোচ— সংগৃহীত ছবি

শনির দশা কাটছে না আমোরির দলের৷ বিষয়টিতে ক্ষুব্ধ পর্তুগিজ কোচ— সংগৃহীত ছবি

হারের গণ্ডি থেকে যেন বের হতেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে টানা তৃতীয় ম্যাচে হারল আমোরিমের দল। এই তিন ম্যাচে একটি গোলও করতে পারেনি ইউনাইটেড। সোমবার রাতে নিউক্যাসলের কাছে হেরে রেড ডেভিলরা নেমে গেছে অবনমন অঞ্চলে৷ দলের এমন বেহাল দশা দেখে বিরক্ত পর্তুগিজ কোচ৷ 

প্রিমিয়ার লিগে আরেকটি হারের পর পর্তুগীজ কোচ আমোরিম বলেছেন, ‘দল এ মুহুর্তে কিছুটা হেরে যাওয়া মনোভাবে আছে, এ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া এবং পরপর ম্যাচ খেলে হারাটা কিছুটা বিব্রতকর। আমাদের প্রত্যেকের জীবনে কঠিন সময়গুলোর সাথে মানিয়ে নিতে হয়, এ সময়টি কঠিন।’

ম্যাচে এদিন প্রথম ২০ মিনিটের ভেতরেই দুই গোল হজম করে ম্যানইউ। খেলার চতুর্থ মিনিটে গোলের সূচনা করেন ইসাক। ম্যাচের ১৯তম মিনিটে অ্যান্টনি গর্ডনের ক্রস থেকে হেডে গোল করেন জোলিন্টন। এরপর একের পর এক আক্রমণ করে যায় আমোরিমের দল। তবে ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। ফলে লিগে টানা তৃতীয় ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডের।

প্রিমিয়ার লিগে টানা তিন হারে রেলিগেশন শঙ্কায় পড়েছে ইংলিশ দলটি। নিউক্যাসলের কাছে হেরে টেবিলের ১৪তে নেমে গেছে। রেলিগেশন অঞ্চলে নেমে যেতে মাত্র সাত পয়েন্ট দূরে আছে রেড ডেভিলরা। এমন অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছেন আমোরি।

ইউনাইটেড কোচের মতে, অজুহাত বন্ধ করতে হবে খেলোয়াড়দের। আমোরি বলেছেন, ‘আমার মনে হয় সমর্থকরা ক্লাবের অজুহাতে ক্লান্ত এবং মাঝে মাঝে রেলিগেশনের কথা বলি। যেভাবে লিগ দেখেন সেভাবে অবস্থানকে স্বীকার করতে হবে, সবাই সবাইকে হারাতে পারে। তাই ম্যাচে জিততে হবে এবং লিগে টিকে থাকার দিকে মনোনিবেশ করতে হবে। আমি মনে করি ক্লাবটির একটি বড় ধাক্কা প্রয়োজন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা