× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব খানের দলকে হারিয়ে ‘উরাধুরা’ লাগছে রংপুরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:২০ এএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:০২ এএম

রংপুরের উরাধুরা ফিল হচ্ছে। সংগৃহীত ছবি

রংপুরের উরাধুরা ফিল হচ্ছে। সংগৃহীত ছবি

ম্যাচের ফল হতে তখনও অনেকটা বাকি। ঠিক সেই সময় গাড়িবহর নিয়ে মাঠ ছাড়েন বিনোদনজগতের অন্যতম তারকা শাকিব খান। গতকাল বিপিএলের উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিবের দিকেও ছিল দর্শকের দৃষ্টি৷ তবে ভুলে যাওয়ার মতো দিন পেয়েছে ঢাকা। লিটন-পেরেরাদের ৪০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। তাতেই উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে, ‘উরাধুরা’ ফিল হচ্ছে নুরুল হাসান সোহানদের।

এদিন মিরপুরে জবাবটা ভালোই দিচ্ছিল ঢাকা। ফিফটি ছাড়ানো জুটিতে দুই ওপেনার যখন স্বস্তি দিচ্ছিল, তখন রংপুর রাইডার্সের ত্রাতা হন মাহেদি হাসান। পরে যোগ দেন খুশদিল শাহ। ৬৫ রান অবধি উইকেট না হারানো ঢাকা পড়ে ব্যাটিং ধসে। এরপর আর ম্যাচেও ফিরতে পারেনি। রাইডার্সদের ১৯১ রানের জবাবে শেষ অবধি ১৫১ পর্যন্ত যেতে পারে শাকিব খানের মালিকানাধীন দল।

বিপিএলের উদ্বোধনী দিনে দুটি ম্যাচেই মেলে রানের পসরা। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচে দুর্বার রাজশাহীর ২০০ ছুঁইছুঁই লক্ষ্য তাড়া করে জেতে ফরচুন বরিশাল। সোমবার দিনের দ্বিতীয় খেলায় অবশ্য রান তাড়ায় ১৫০ পার করতে পারেনি ঢাকা। নুরুল হক সোহানের দল তাতেই পায় ৪০ রানের দাপুটে জয়।

ম্যাচ শেষে রংপুর নিজেদের অফিসিয়াল ফেসবুকে ক্রিকেটারদের উদ্‌যাপনের ছবি পোস্ট করেছে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘লাগে উরাধুরা’। এটা শাকিব খানের অভিনীত তুফান সিনেমার একটি গান।

রংপুর ‘লাগে উরাধুরা’ পোস্ট দেওয়ার পর সেখানে হা হা রিঅ্যাকশন এসেছে বেশি। মন্তব্যের ঘরে অনেকে ‘প্রিয়’ দল রংপুরকে অভিনন্দন জানিয়েছেন। মজাও করেছেন অনেক ভক্ত-সমর্থক। কেউ কেউ শাকিবের বিপিএল অভিষেকের দিনে আসা হারে দুঃখ প্রকাশও করেছেন। তবে আসরে দারুণ শুরু করতে পেরে রাইডার্সদের ফিল হচ্ছে ‘উরাধুরা’!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা