বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:২৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪ ০০:৪৬ এএম
জেসন রয়
বিপিএলের এবারের আসর মাতাতে চেয়েছিলেন সাইম আইয়ুব। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে খেলা হলো না পাকিস্তান এ সেনসেশনের। তবে আসর শুরুর আগমুহূর্তে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাকিস্তানের এ তরুণ ওপেনারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়কে দলে টেনেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
আজ রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। পোস্টে বলা হয়, ‘ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে! বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত, জেসন রয়!’
আর এক দিন পরই মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই।
ফ্র্যাঞ্চাইজিটি মাঠের বাইরের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে বেশ জোরেশোরেই। আজই অধিনায়ক বেছে নিয়েছে ঢাকা। শাকিব খানের দলে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। ধারণা করা হয়েছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা। তবে বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরার।