× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

লিটনেই ভরসা পেরেরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩৬ পিএম

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা; ছবি: আ. ই. আলীম

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা; ছবি: আ. ই. আলীম

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এই সিরিজে টাইগার দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস। বিপিএলে গত মৌসুমে তার নেতৃত্বেই ফাইনালে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক যে তিনিই হবেন, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিল সবাই। কিন্তু বিপিএল মাঠে গড়ানোর ঠিক আগে বড় চমক দিয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশের কেউ নয়, বরং শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে তারা।

সর্বশেষ খেলা ছয় টি-টোয়েন্টিতে ৪২ রানের একটা ইনিংস বাদে বলার মতো কিছুই করতে পারেননি লিটন। ওয়ানডে সংস্করণেও শেষ সাত ম্যাচেই পাননি দুই অঙ্কের রানের দেখা। আন্তর্জাতিক ক্রিকেটে বছরজুড়ে সংগ্রাম করা লিটন দাসকে অধিনায়কের গুরুদায়িত্ব দেয়নি ঢাকা ক্যাপিটালস। তার জায়গায় শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা নেতৃত্ব দেবেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের দলকে। অধিনায়কত্ব না পেলেও লিটনের গুরুত্ব অবশ্য কমছে না। ঢাকার অধিনায়ক পেরেরার চোখে লিটনই বিপিএলের এবারের আসরে তার দলের মূল অস্ত্র।

রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমে এই লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। আমি বলতে পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের মূল ভূমিকায় থাকবে।’

বিপিএলে এবারই প্রথম অধিনায়কত্ব পেলেও নিয়মিত টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা আছে পেরেরার। সে সূত্রে তার দলের এবং অন্য দলের স্থানীয় খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা আছে এই লঙ্কানের। সেরাটা আদায় করার কৌশলটা তার জানা আছে বলেও জানান তিনি, ‘স্থানীয় ক্রিকেটারদের আমি ভালোভাবে চিনি, কীভাবে তাদের থেকে সেরাটা আদায় করতে হবে, জানি। কিছু অপরিচিত নাম থাকলেও তারা ভালো খেলেছে বলেই দলে নেওয়া হয়েছে। আমাদের দলে সেরা কয়েকজন স্থানীয় খেলোয়াড় আছে।’

এই নিয়ে সপ্তমবারের মতো বিপিএলে খেলছেন পেরেরা। আগের ছয় মৌসুমে আলাদা ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। ফলে বিপিএল সম্পর্কে খুব ভালো ধারণাও আছে তার। একই সঙ্গে নানান দেশের ফ্র্যাঞ্চাইজিতে খেলার কারণে তার পক্ষে তুলনা টানাটা সহজই। তার চোখে বিপিএল অবশ্য অন্যতম সেরা টুর্নামেন্টই, ‘আমি যতগুলো লিগ খেলেছি, বিপিএল অন্যতম সেরা। অনেক লিগেই আমি খেলেছি। এটা ভালো, এটা খারাপ, এভাবে বলা ঠিক হবে না। বিপিএল প্রতি বছর উন্নতি করছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তাদের টুপিখোলা অভিনন্দন।’

তিনি যোগ করেন, ‘অনেক বছর ধরেই বিপিএল খেলছি, প্রতি বছরই উন্নতি দেখছি। ব্যবস্থাপনার দিক থেকে এবার সবকিছু ঠিকঠাক আছে। বিশেষ করে আমাদের দল। বিদেশি ক্রিকেটারদের জন্য এটা দারুণ।’ যোগ করেন, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে। অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।’

এদিকে ঢাকার অধিনায়ক পেরেরা বলছেন লোকাল ক্রিকেটারদের ভালো করা নিয়ে, ‘মুস্তাফিজ, লিটন আরও অনেকেই। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দেবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা