প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ২১:১০ পিএম
ঘটন-অঘটনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ২০২৪ সাল। শেষ লগ্নে সবাই স্মরণ করছে চলতি বছরটি কেমন কাটল। কিংবা খুঁটিয়ে দেখছে অর্জন-বিসর্জনের লম্বা তালিকা। ক্রীড়াঙ্গনও ব্যতিক্রম নয়। বছরের সেরা ক্রিকেটার নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে আইসিসি।
শনিবার বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের
চারজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। রবিবার তারা দিয়েছে
বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার আর বর্ষসেরা পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের
সংক্ষিপ্ত তালিকা।
বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটারের
চার মনোনীত ক্রিকেটার হলেনÑ শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আজমতউল্লাহ
ওমরজাই ও শেরফান রাদারফোর্ড। বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটারের চারজনের তালিকায়
আছেন অর্শদীপ সিং, সিকান্দার রাজা এবং বাবর আজম আর ট্রাভিস হেড।
বর্ষসেরা নারী টি-টোয়েন্টি
ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনীত চারজন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া
কার, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট।
বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের
তালিকায় আছেন গাস অ্যাটকিনসন, কামিন্দু মেন্ডিস, সাইম আইয়ুব ও শামার জোসেফ।