× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মুগ্ধ কর্ণারে’ মিলবে ফ্রিতে পানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ২১:০৪ পিএম

‘মুগ্ধ কর্ণারে’ মিলবে ফ্রিতে পানি

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের নামে ‘শহিদ মুগ্ধ কর্নার’ থেকে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা। বিপিএলের ড্রিংকিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টি-কে গ্রুপের প্রতিষ্ঠান পুষ্টি। পুরো টুর্নামেন্টে দর্শকদের জন্য ফ্রিতে পানির ব্যবস্থা করবে তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মুগ্ধ কর্ণারের মাধ্যমে ফ্রিতে পানি সরবারহ করবে তারা।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়ামে ৬টি কর্ণার রাখা হবে। যেখানে গ্লাসে করে পানি সরবারহ করবে তারা। প্রতিদিন অন্তত ১০ হাজার দর্শককে বিনামূল্যে পানি সরবারহ করার সামর্থ্য রাখবে বলেও নিশ্চিত করা হয়। অবশ্য চাহিদার ওপর ভিত্তি করে প্রয়োজনে বুথ সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানায় তারা।

বিপিএল কিংবা জাতীয় দলের সিরিজগুলোতে অতিরিক্ত মূল্যে পানি কিনতে হতো আগত দর্শক-সমর্থকদের। এ নিয়ে নানা অভিযোগ থাকার পরও কখনো সেটাকে গুরুত্বের সঙ্গে দেখেনি বিসিবি। এবার নতুন রূপে সাজা বিপিএলে এসেছে বদল। ফ্রিতে পানি পানের পাশাপাশি সেখানে থাকা কিউ আর কোডের মাধ্যমে জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন ইচ্ছুক যে কেউ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা