প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ১০:৪৯ এএম
দীর্ঘ ৫ মাস পর নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির খসড়া চূড়ান্ত করা হয়েছে। যেখানে বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে নিয়েছেন ডিসিপ্লিনারি ও মার্কেটিং কমিটির দায়িত্ব। নাজমুল আবেদীন ফাহিমকে দেওয়া হয়েছে ক্রিকেট অপারেশনস ও নারী বিভাগের দায়িত্ব। তবে মেডিকেল, মিডিয়া ও ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটিতে কাউকে রাখা হয়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিসিবিতে অনুপস্থিত ছিলেন তখনকার সভাপতি নাজমুল হোসেন পাপন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পাপন পদত্যাগ করলে বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পান ফারুক। এরপর ক্রমান্বয়ে আরও কয়েকজন পরিচালক পদত্যাগ করেন। তখন থেকে ১০ জন পরিচালক দিয়েই চলছে বিসিবি। বিসিবির অনেক কমিটিতে ৫ মাস ধরে দায়িত্বে ছিলেন না কেউ।
বিসিবি সূত্রে জানা গেছে, আকরাম খানকে ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খসড়া কমিটিতে তিনি পেয়েছেন ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব। তবে বিতর্ক সৃষ্টি হয়েছে জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনকে নিয়ে। গেম ডেভেলপমেন্ট কমিটির নন-কাউন্সিলর মেম্বার হিসেবে খসড়া কমিটিতে নাম রয়েছে বেলিমের। আর সানোয়ারকে রাখা হয়েছে বয়সভিত্তিক ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে। দুজনের বিরুদ্ধে ইফিক্সিংয়ের মতো ন্যক্কারজনক ঘটনায় জড়িত থাকার মতো স্পর্শকাতর অভিযোগ রয়েছে।
এদিকে ক্রিকেট অপারেশনস বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন খালেদ মাসুদ পাইলট আর এইচপির ভাইস চেয়ারম্যান হচ্ছেন দেবব্রত পাল। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পাচ্ছেন সাইফুল আলম চৌধুরী স্বপন। ফাহিম সিনহা পেয়েছেন গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক বিভাগের দায়িত্ব। তিনি আগে থেকে ফাইন্যান্স কমিটির দায়িত্বও পালন করছিলেন। তবে গ্রাউন্ডস, আম্পায়ারিং, সিসিডিএম কমিটির দায়িত্ব অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মিডিয়া কমিটিতেও নতুন করে কোনো চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দিচ্ছে না বিসিবি। যেসব কমিটিতে কোনো চেয়ারম্যান থাকছে না, সেখানে দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যানরা। এ ছাড়া আরও কয়েকজন সাবেক ক্রিকেটারকে বোর্ডের বিভিন্ন দায়িত্বে দেখা যেতে পারে।