নারী বিসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪ ০০:৫৪ এএম
মুরশিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বলে কথা! আর সেটা যদি হয় প্রথম শ্রেণির ক্রিকেটে, তাহলে তো কথাই নেই। রোমাঞ্চ ছুঁয়ে যাবে যেকোনো ক্রিকেটারের হৃদয়ে। সেই অনুভূতিটা আগের দিনই পেয়ে গিয়েছিলেন মুরশিদা খাতুন। জাতীয় দলের তারকা এ উদ্বোধনী ব্যাটার শনিবার থামেন ১৭০ রানের দাপুটে এক ইনিংস খেলে।
তবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এ ওপেনারকে টপকে গেছেন সতীর্থ নিগার সুলতানা জ্যোতি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক ম্যাচে ১৫৩ রানের দারুণ এক ইনিংস হাঁকানো মধ্যাঞ্চল অধিনায়ক এবার উপহার দিয়েছেন ১৭১ রানের দুর্দান্ত ইনিংস।
মুরশিদা-জ্যোতির জোড়া সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে মধ্যাঞ্চল ৮ উইকেটের বিনিময়ে গড়ে তুলেছিল ৫২৮ রানের পাহাড়। মধ্যাঞ্চল তৃতীয় দিনের খেলা শুরু করে ২ উইকেটে ২৪২ রান নিয়ে।
নিগার ৬৪ ও মুরশিদা ১২২ রান নিয়ে ক্রিজে টিকে ছিলেন। মুরশিদাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে দুজনের ২২৮ রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপটা ভেঙে দেন পূর্বাঞ্চল অধিনায়ক ফাহিমা খাতুন। ২৮৬ বলে ২৩ চারে ১৭০ রান করে আউট হয়ে যান মুরশিদা।
নিগার পথ ধরেন দলকে ৪৬৯ রানে রেখে। ১৮ চারে ৩২২ বলে ১৭১ রান করেন দুই ইনিংসে দুটি সেঞ্চুরি আদায় করে নেওয়া নিগার। এর আগে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে থেমে যায় ৩৫৪ রানে। ড্র মেনে নেয় দুদল।
অন্যদিকে নারী বিসিএলে শতকের দেখা পেয়েছেন জাতীয় দলের ব্যাটার সোবহানা মোস্তারিও। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে গতকাল শনিবার ১১৮ রান করে অজেয় রয়ে যান উত্তরাঞ্চল অধিনায়ক। ১৪৬ বলে ১৪টি চার ও ৪ ছক্কায় এ টপ-অর্ডার ব্যাটার ১১৮ রান করেন।
সোবহানার দল ৫ উইকেটে ২৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে দক্ষিণাঞ্চলকে ২৭৬ রানের লক্ষ্য দেয়। জয়ের বন্দরে পৌঁছতে দুই সেশন সময় পেয়েছিল দক্ষিণাঞ্চল। দলটি ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহের পর সমাপ্ত হয় মাঠের লড়াই। অমীমাংসিত থেকে ম্যাচ। দলীয় স্কোরে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান যোগ করেন আগের ম্যাচে জাদুকরী তিন অঙ্ক ছোঁয়া রুবাইয়া হায়দার।