প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ২৩:২৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৪ এএম
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। শুক্রবার রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল হাই সরকার।
প্রতিযোগিতায় দেশের মোট ৩০ টি ক্লাব/সংস্থা হতে মোট ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। যেখানে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮, বালিকা একক অনূর্ধ্ব-১৮, বালক একক অনূর্ধ্ব-১৪, বালিকা একক অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরিতে পদকের লড়াইয়ে নামবেন টেনিস খেলোয়াড়রা। উভয় বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট মিলিয়ে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি এর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুস ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোসলেহ উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খাঁন (পুটন) ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর জনাব জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল) সহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।