× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে সেনা কল্যাণ সংস্থা-ব্র্যাক ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ২২:৩৫ পিএম

ফাইনালে সেনা কল্যাণ সংস্থা-ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-ফরটি ফরম্যাটে ফাইনালে উঠেছে সেনা কল্যাণ সংস্থা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। সেনা কল্যাণ সংস্থা ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আরেক ম্যাচে ব্র্যাক ব্যাংক ১০ রানে হারিয়েছে ক্যাডেট একাদশকে।

পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। ১৭ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে দলটি। ৬৫ বলে ৪২ রান করা রাহাত মল্লিক ইনিংস মেরামতের কাজ করেন। সারোয়ার হোসেনের ২ চার ও ৬ ছক্কায় সাজানো ৫৮ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস সেনাবাহিনীকে লড়াইয়ে পুঁজি এনে দেয়। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৯৬ রান করে দলটি। সেনা কল্যাণ সংস্থার আবু নাসের ইবনে শহীদ ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

মারুফ হোসেনের ৮৫ রানের ইনিংস সেনা কল্যাণ সংস্থাকে জয়ের পথ দেখায়। তৌফিক হোসেন সওদাগর (অপরাজিত ২৬), মাহফুজুল ইসলাম ইমন (২২), আসাব উদ দৌলা হিরার (২২) ছোট ইনিংসগুলো জয়ের পথটা প্রশস্ত করেছে। শেষপর্যন্ত ৩৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। আবু নাসের ইবনে শহীদ ম্যাচ সেরা হয়েছেন।

বিকেএসপিতে টস জয়ী ক্যাডেট একাদশ প্রতিপক্ষ ব্র্যাক ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায়। এহসান বণিকের ৪০, শাহরিয়ার ইসলাম সুমনের ২৪, নুর আলমের ২০, তৌহিদুল ইসলাম জনির ১৯ রানের ইনিংসের কল্যাণে ৩৮.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৬২ রান সংগ্রহ করে ব্র্যাক ব্যাংক। ক্যাডেট একাদশের তিন বোলার ১০ উইকেট ভাগ করে নিয়েছেন। রাজিব মাহমুদ শুভ ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন। এ কে এম হুসনা হাবিব মেহেদী ১০ রানে ৩ উইকেট নিয়েছেন, মো. ফখরুল আলম ৩ উইকেট নিয়েছেন ৪৫ রানে। ১ রানে ৩ এবং ২৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ক্যাডেট একাদশ। নাজমুল হোসেনের ৭৬ রানের কল্যাণে লড়াইয়ে ফিরেছিল দলটি। রাফি ফাইরুজ হক করেছেন ৩২ রান। শেষপর্যন্ত ৩৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৫২ রান করে ক্যাডেট একাদশ। শেখ আবু সাঈদ ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। শাহরিয়ার ইসলাম সুমন ও এহসান বণিক নিয়েছেন ২ উইকেট করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা