× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে রাজশাহীর প্রাথমিক লক্ষ্য প্লে অফ

টি-টোয়েন্টি বলেই আকবরের বাড়তি আত্মবিশ্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:১১ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

মিরপুরে নিজের এবং দলের অবস্থা জানিয়েছেন আকবর। টি-টোয়েন্টি বলেই তারুণ্য নির্ভর দল নিয়েও সম্ভাবনা দেখছেন তারকা এই উইকেটরক্ষক ব্যাটার— দুর্বার রাজশাহী

মিরপুরে নিজের এবং দলের অবস্থা জানিয়েছেন আকবর। টি-টোয়েন্টি বলেই তারুণ্য নির্ভর দল নিয়েও সম্ভাবনা দেখছেন তারকা এই উইকেটরক্ষক ব্যাটার— দুর্বার রাজশাহী

কদিন আগে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট টি-টোয়েন্টির শিরোপা জিতেছেন। টুর্নামেন্টে আকবর আলী নিজেও ছিলেন দাপুটে। এবার তার বিপিএল পর্ব। আকবর আশাবাদী বিপিএলে তার দল দুর্বার রাজশাহী ভালো করবে। সেক্ষেত্রে তারুণ্যনির্ভর দল নিয়ে আকবরের আশা ধাপে ধাপে এগোনো। প্রাথমিক লক্ষ্য হিসেবে রাজশাহীর চাওয়া শেষ চার, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো প্লে-অফ নিশ্চিত করা। তবে আমরা বেশি দূর না ভেবে ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

শেষ সময়ের প্রস্তুতি যখন দল বিশ্লেষণ, কে সেরা বা কারা এগিয়ে— তখন আকবর মনে করেন তাদের তারুণ্য নির্ভর দলের ভালো সম্ভাবনাই আছে। খেলাটি টি-টোয়েন্টি বলেই দল নিয়ে বেশি আত্মবিশ্বাস আকবরের। রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটারমনে করেন, কাগজে-কলমে টি-টোয়েন্টি খেলা হয় না। শক্তি বিবেচনার একমাত্র উপায় মাঠে সঠিক সময়ে পারফরম্যান্স।

দুর্বার রাজশাহীতে তত বড় নাম নেই। দলে দেশি খেলোয়াড়দের মাঝে আছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, ইয়াসির আলি রাব্বি এবং এনসিএলে ব্যাট হাতে রাজ করা জিসান আলম ও আকবর আলি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, বিলাল খান, সাদ নাসিম এবং লাহিরু সামারাকুনের নিয়ে সাজানো হবে স্কোয়াড। অভিজ্ঞতার ঝুলিতে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টির মারকাটারি খেলায় রাজশাহী আশাবাদী, তারা তাদের পথ খুঁজে পাবে।

আকরব আলি আজ মিরপুরে সেটিই শুনিয়েছেন, ‘যে দলে খেলবেন সেই দল নিয়ে সর্বোচ্চ আত্মবিশ্বাস থাকা উচিত। আমাদের দলও যথেষ্ট ভালো। যদি সঠিক সময়ে সঠিক পারফরম্যান্স করতে পারি, তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নামের চেয়ে মাঠের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে। আমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।’

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। সাত দলের আসর বসবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ঢাকায় প্রথম পর্বে নিজেদের এগিয়ে রাখতে তাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। দেশি-বিদেশি তারকা নিয়ে ঠাসা দলগুলো তাই অনুশীলনে খামতি দিচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা