বাংলাদেশ ক্রিকেট লিগ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম
মুরশিদা খাতুন
মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে ব্যাটারদের রাজত্ব লক্ষণীয়। বৃহস্পতিবার সেঞ্চুরি তুলেছিলেন দিলারা দোলা। শুক্রবার তিন অঙ্কের দেখা পেলেন মুরশিদা খাতুন। ইস্ট জোনের প্রথম ইনিংসের জবাবে দুর্দান্ত লড়াই করছে সেন্ট্রাল জোন। ২ উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। অন্য ম্যাচে সাউদ জোনের ঘাড়ে নিশ্বাস ফেলছে নর্থ জোন। ম্যাচটি দারুণ জমে উঠেছে।
মুরশিদার সেঞ্চুরি : ব্যাপারটা
এমন, আমরাই বা কম কিসে! বৃহস্পতিবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে
সেঞ্চুরি তোলেন দিলারা দোলা। তার সেঞ্চুরি এবং জান্নাতুল ফেরদাউস ও শারমিন সুপ্তার
অর্ধশতকে ইস্ট জোনের সংগ্রহ দাঁড়ায় ৩৫৪ রান। সে রান টপকাতে নেমে তিন অঙ্কের ম্যাজিকাল
ফিগার স্পর্শ করেন মুরশিদা। তার সেঞ্চুরিতে ভর করে ২ উইকেটে ২৪২ রানে দ্বিতীয় দিন শেষ
করেছে সেন্ট্রাল জোন। যদিও এখনও তারা ১১২ রানে পিছিয়ে। আজ নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে
নতুন দিন শুরু করবেন মুরশিদা।
ইস্ট জোনের প্রথম ইনিংসের বড়সড়
স্কোরের বিপরীতে নেমে দারুণ শুরু করে সেন্ট্রাল জোন। ফারজানা আক্তার লিসা ও মুরশিদা
ওপেনিংয়ে নামেন। লিসা সুরাইয়া চান্দ্রার বলে বোল্ড হলে তাদের ৪২ রানের জুটি ভাঙে। এরপর
লতা মণ্ডলকে নিয়ে পথচলা শুরু করেন মুরশিদা। এ যাত্রায় লতাও ফেরেন। তবে লতা ফিরলেও মুরশিদা
ও জ্যোতি বেশ ভালোভাবেই দিন শেষ করেন। জ্যোতি ৬৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে মুরশিদার
রান ১২২*।
তৃষ্ণার চমক : নর্থ
জোনের ২৩৮ রানের জবাবে বৃহস্পতিবার শেষ বিকালে ৫১ রান তুলতে দুই উইকেট হারিয়ে বসে সাউথ
জোন। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে শুক্রবার সে প্যারা অবশ্য কাটিয়েছে
তারা। তবে দলীয় স্কোর বেশিদূর যায়নি। রুমানা আহমেদের অর্ধশতকে (৫৭) ২২০ রান তুলতে সক্ষম
হয়েছে সাউথ জোন। রাবেয়া খানদের ২২০ রানে আটকে দেওয়ার কৃতিত্ব অবশ্য মারুফা আক্তার ও
ফারিয়া তৃষ্ণা। দুজন তিনটি করে উইকেট তোলেন। এর মধ্যে তৃষ্ণা ৮ ওভার বোলিং করে মাত্র
১৩ রান দিয়ে তিন উইকেট তোলেন।
১৭৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয়
ইনিংসে ৪৬ ওভার ব্যাটিং করেছে তারা। যাতে ৪ উইকেট হারিয়ে ৯৫ তুলতে সক্ষম হয়েছে নর্থ
জোন। ১১৩ রান এগিয়ে থেকে সোবহানা মোস্তারির (২১) সঙ্গে নতুন দিন শুরু করবেন রিতু মনি
(৭)।