বক্সিং ডে টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫ পিএম
সকালের সূর্য দেখে দিন কেমন যাবে, সেটা অনুমান করা যায়। মেলবোর্নে রোহিত শর্মা-বিরাট কোহলিদের করুণদশা দেখে যে কেউই বলবেন বক্সিং ডে টেস্টে বিষম চাপে ভারত। অস্ট্রেলিয়ার করা প্রথম ইনিংসের ৪৭৪ রান টপকাতে নেমে হাঁসফাঁস দশা সফরকারীদের। ২ উইকেটে ১৫৩ রান করা ভারত দিন শেষে করেছেন ৫ উইকেটে ১৬৪ রান। তারা এখনও পিছিয়ে ৩১০ রানে। এর মধ্যে অস্ট্রেলিয়া তাদের ফলোঅনে ফেলে দেওয়ার শঙ্কায় রেখেছে। ফলোঅন এড়াতে ভারতকে করতে হবে আরও ১১১ রান।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার
প্রথম ইনিংসের করা ৪৭৪ রানের জবাব দিতে নেমে শুরুতেই গড়বড় করে ফেলে ভারত। দলীয় ৮ রানের
মাথা অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান প্যাট কামিন্স। এর পর দলীয় ৫১ রানের মাথায় ফিরেন
লোকেশ রাহুল। এই উইকেটেও ভাগ বসান কামিন্স। এর পর জুটি গড়েন জয়সওয়াল ও কোহলি। দুজনের
জুটি ভাঙে জয়সওয়াল রানআউটে মাঠ ছাড়লে। ১০২ রানের জুটি গড়েন তারা।
সফরের প্রথম টেস্টে
সেঞ্চুরি পাওয়া তরুণ এই ওপেনার মাঠ ছাড়েন ৮২ রানে। তার দৃষ্টিনন্দন ইনিংস সাজানো ছিল
১ ছক্কা ও ১১ চারে। ৬৯ স্ট্রাইকরেটে এই রান তুলেন তিনি। বল মোকাবিলা করেন ১১৮ বল। জয়সওয়াল
ফেরার পর স্কট বোলান্ড ঝড় শুরু হয়। মাত্র ৫ রানের মধ্যে কোহল ও আকাশদীপকে ফেরান তিনি।
দুজনই কটআউটের শিকার হন। কোহলির যাত্রা থামে ৩৬ রানে। আকাশ ফিরেন শূন্য হাতে।
এর আগে ৬ উইকেটে
৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৬৩ রান যোগ করতেই স্বাগতিকরা
খুইয়ে ফেলে বাকি চার উইকেট। এ রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি
করা অজি অলরাউন্ডার থেমেছেন ১৪০ রানে। দলের পক্ষে তিনিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।
স্মিথের ইনিংসটি
সাজানো ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে। তিনি মোট ১৯৭ বল মোকাবিলা করেছেন। ডানহাতি এ ব্যাটসম্যানের
আজকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার
মাটিতে ১৮তম। এর মধ্যে ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে
বেশি ৩ অঙ্কের ইনিংসের রেকর্ড। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির
রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের, ৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে
১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।
সংক্ষিপ্ত
স্কোর (দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া প্রথম
ইনিংস : ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯,
ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)।
ভারত প্রথম
ইনিংস : ১৮.১
ওভারে ৫৯/২ (জয়সওয়াল ৮২, রোহিত ৩, রাহুল ২৪, কোহলি ৩৬, ঋষভ ৬*, জাদেজা ৪*; কামিন্স
২/৫৭, বোলান্ড ২/২৪)
ভারত এখনও ৩১০
রানে পিছিয়ে।