× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফল্যে খাদ দেখছেন সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:২৫ পিএম

মোহাম্মদ সালাউদ্দিন (বামে) ও লিটন দাস

মোহাম্মদ সালাউদ্দিন (বামে) ও লিটন দাস

স্বস্তি আর স্বাচ্ছন্দ্য নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বাংলাদেশ ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরে মেহেদী হাসান মিরাজদের সাফল্য-ব্যর্থতা নিয়ে ময়নাতদন্তে বসলে শুরুতেই পথ হারানো, মাঝে হাড্ডাহাড্ডি লড়াই এবং সবশেষে একরাশ মুগ্ধতার উপাখ্যান। রাজকীয় ফরম্যাটে লিটন দাসদের দুর্বলতা বেশ পুরোনো। পছন্দের ফরম্যাটেও হাপিত্যেশ এবং বেশ যুঝিছে তারা। অথচ আতশিকাচের নিচে থাকা টি-টোয়েন্টিতে অনিন্দ্য সুন্দর সফলতা। কূলে গিয়ে তরি ডোবানো এই ফরম্যাটে শতভাগ সফল লাল-সবুজের বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে ধবলধোলাই হওয়া বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে, টি-টোয়েন্টিতে আবার ধবলধোলাই ফেরতও দিয়েছে। তারপরও টাইগারদের এই সাফল্যের মাঝে খাদ দেখছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। টি-টোয়েন্টি এখনও বাংলাদেশের অনেক উন্নতির জায়গা দেখছেন তিনি। সঙ্গে খেলোয়াড়দের মানসিক পরিবর্তনও দেখছেন সালাহউদ্দিন। দেশে ফিরে সাংবাদিকদের গতকাল এসব কথা বলেছেন কোচ।

ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি দুর্গ জয় হলেও এর আগে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। অতি সম্প্রতিকালের সেই কথা মাথায় রেখেই ছাত্রদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিয়েছেন সালাহউদ্দিন। তিনি মনে করেন, এখনও তার শিষ্যদের শেখার বাকি রয়েছে। সালাহউদ্দিন বলেছেন, ‘আমাদের অনেক দুর্বলতা আছে, সেটা সবার সামনে বলা ঠিক হবে না। দুর্বলতা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে জিতলেও অনেক দুর্বলতা আছে। অনেক জায়গা আছে যেখানে তাড়াতাড়ি উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত।’

উইন্ডিজ সফরে মুদ্রার উল্টা পিঠ দেখেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে খেরোখাতায় ইতিহাস লিখেছে ঠিকই, পছন্দের ফরম্যাটে হয়েছে ধবলধোলাই। অথচ পঞ্চাশ ওভারের খেলাকেই সব সময়ই নিজেদের প্রিয় ফরম্যাট আখ্যা দিয়েছে টাইগার ক্রিকেটার এবং বোর্ডের কর্তারা। তার মধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ছিল এই সফর। কারণ, আইসিসির ইভেন্টের আগে নাজুমল হোসেনদের আর কোনো ওয়ানডে ইভেন্ট নেই। বলা চলে, আইসিসির অন্যতম শীর্ষ ইভেন্টের আগে প্রস্তুতি হলো একেবারে জঘন্য। অথচ ওয়েস্ট ইন্ডিজে পা রাখার আগে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালের পর কোনো ওয়ানডে সিরিজও হারেনি। তারাই কি না টানা তিন ম্যাচই হেরে গেল! বাংলাদেশের এমন পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে।

চ্যাম্পিয়নস ট্রফি ও দলের পারফর্ম প্রসঙ্গে সালাহউদ্দিন বলেছেন, ‘আমি জানি না আপনারা সবাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন? আমার মনে হয় যে প্রতিটা সিরিজেই যেন ছেলেরা উন্নতি করতে পারে, সেটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে। যে সিরিজে আমাদের মনে হয় অনেক কিছুই ছিল না, তবে আমার মনে হয় ছেলেরা ভালোই খেলেছে। আরও ভালো হয়তো হতে পারত। সেখান থেকে যতটুকু করেছে, একটা নতুন দল বা নতুন গোছানো দল হিসেবে তারা যথেষ্ট ভালো করেছে।’

বাংলাদেশ দলীয়ভাবে সফল হলেও ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়েছেন লিটন দাসসহ বেশ কয়েকজন সিনিয়র। ভারপ্রাপ্ত অধিনায়ক সিরিজের তিন ওয়ানডেতে ৬ রান সংগ্রহ করেছেন। আর তিন টি-টোয়েন্টিতে করেছেন মোটে ১৭ রান। কুড়ি কুড়ি আর পঞ্চাশ মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের কোনোটিতে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। অফ ফর্মের বৃত্তেই আটকা ডানহাতি এই ব্যাটার। সালাহউদ্দিন বলেন, ‘আমাদের তো অনেক জায়গায় দুর্বলতা আছে। সেটা যদি সবার সামনে বলি, ঠিক হবে না। আমাদের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব।’ তবে লিটনকে ‘ক্যাপ্টেন ম্যাটেরিয়াল’ হিসেবে অভিহিত করেছেন সালাহউদ্দিন, ‘আমার কাছে মনে হয়েছে, সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সে খেলার থেকে ৩-৪ ওভার আগে থাকে। একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ, সে খেলা থেকে আগে থাকে কি না, বুঝতে পারে কি না, ঘটনা কী ঘটছে, ২ ওভার পরে কী হতে পারে, এটা মনে হয় ওর ভালো গুণ। প্রথম দুই ম্যাচে কম পুঁজি নিয়ে জিতেছি, আজকেও (কাল) যদি ফিল্ড সেটআপ দেখেন, আমার মনে হয় ওর অসাধারণ গুণ আছে ক্যাপটেনসির।’

বাংলাদেশ দলের সঙ্গে সালাহউদ্দিন আগেও ছিলেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। সেই দলের খেলোয়াড় আর এই দলের খেলোয়াড়দের মধ্যে কী পার্থক্য দেখেন, এমন প্রশ্নে সালাহউদ্দিনের উত্তর, ‘পার্থক্য তেমন দেখি না। সবাইকে মনে হয়েছে অনেক মোটিভেটেড।’

ওয়েস্ট ইন্ডিজ জয়ের পর বাংলাদেশ দল দেশে ফিরছে চার ভাগে। গতকাল সকালে প্রথম ভাগে ক্রিকেটারদের মধ্যে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, জাকের আলী ও নাহিদ রানা। বিকালে ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে এসেছেন তানজিদ হাসান, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। আরও দুই ভাগে বাকিরা ফিরবেন আজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা