প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম
জো রুট
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি। আট জাতির টুর্নামেন্টের জন্য প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংলিশদের ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন জো রুট। তবে ইনজুরির কারণে কপাল পুড়েছে বেন স্টোকসের।
চ্যাম্পিয়নস ট্রফির আগে জানুয়ারিতে ভারতের মাটিতে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য একই স্কোয়াড ঘোষণা করেছে তারা। ভারত সফর দিয়েই সাদা বলের কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম।
ভারতের সফর তুলনামূলক কঠিন হতে যাচ্ছে ইংল্যান্ডের জন্য। কারণ, নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের অনুপস্থিতি ভোগাতে পারে দলকে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন স্টোকস। শেষ পর্যন্ত তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এদিকে কবে কখন স্টোকস দলে ফিরবেন, সে ব্যাপারে কিছুই জানায়নি তারা।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে একদিনের ফরম্যাট থেকে সরে দাঁড়ান রুট। আসরটিতে ৩০.৬৬ গড়ে ২৭৬ রান করেছিলেন তিনি। এর জন্য অবশ্য তরুণদের দলে জায়গা দিতে সরে দাঁড়িয়েছেন বলে জানান রুট। যদিও আসরজুড়ে সাদা পোশাকে দুর্দান্ত খেলেছেন। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে এবং র্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছেন তিনি। টেস্টে ২০২৪ সালে ছয়টি সেঞ্চুরি করেছেন ৩ বছর বয়সী এই ব্যাটার। রুট ফিরলেও ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের।
ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন জোফরা আর্চার। দলে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড। গত বছরের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলা গ্যাস অ্যাটকিনসনও ফিরেছেন দলে।
ভারত সফরে শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি শুরু হবে তা। পরে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৬ ফেব্রুয়ারি থেকে। এদিকে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির।
ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।