× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

বার্সার মাঠে ১৮ বছরের জয়খরা কাটিয়ে শীর্ষে আতলেতিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:১২ পিএম

বার্সার মাঠে ১৮ বছরের জয়খরা কাটিয়ে শীর্ষে আতলেতিকো

সেই ২০০৬ সাল থেকে বার্সেলোনার মাঠে খেলা মানেই আতলেতিকো মাদ্রিদের জন্য আরেকটি জয়খরা। ২০১২ সাল থেকে আতলেতিকোর দায়িত্ব সামলাচ্ছেন দিয়েগো সিমিওনে। এই সময়ে মাদ্রিদের ক্লাবটিকে দুই বার লা লিগা শিরোপার স্বাদ এনে দিয়েছেন। ২০১৩-১৪ মৌসুমের ন্যু ক্যাম্পে থেকেই উঁচিয়ে তুলেছেন শিরোপা। কিন্তু বার্সার মাঠে গিয়ে জয়োল্লাস করতে পারেননি। এ আক্ষেপ এবার ঘুঁচেছে। ১৮ বছর পর ২-১ গোলের জয়ে বার্সার সঙ্গে অ্যাওয়ে ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা।

গতকাল শনিবার রাতে বার্সাকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ১২তম জয় পায় অ্যাটলেতিকো মাদ্রিদ। লা লিগায় ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা এখন এক নম্বরে। তিন ম্যাচ জয়খরায় থাকা বার্সেলোনা ১৯ ম্যাচে ৩৮ নিয়ে আছ দুইয়ে। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্টে তিনে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান আতলেতিকো ক্লাব। 

ঘরের মাঠে ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। আধঘণ্টা হতেই পেদ্রির গোলে এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে গোলকিপার ইয়ান ওবলাককে পরাস্ত করেন তিনি। আধিপত্য দেখালেও স্বাগতিকরা বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি। রাফিনহার চিপ করা বল ক্রসবারে লাগে। বেশ কাছ থেকে নেওয়া ফারমিন লোপেজের শট পা দিয়ে রুখে দেন ওবলাক। রবার্ট লেভানডোভস্কিও জাল খুঁজে পাননি। ৬ গজ বক্সের মধ্যে নেওয়া তার দুর্বল শট সহজেই ঠেকান ওবলাক।

গোলমুখের সামনে ব্যর্থ বার্সেলোনা ধাক্কা খায় ৬০তম মিনিটে। বক্সের প্রান্তে মার্ক কাসাদোর দুর্বল ক্লিয়ারেন্সে বল পান রদ্রিগো ডি পল, তারপর নিচু কোনাকুনি শটে জাল কাঁপান এ আর্জেন্টাইন। ম্যাচে নিজেদের গোলের দ্বিতীয় প্রচেষ্টাতে সমতা ফেরায় অ্যাটলেটিকো। লিড নিয়েও যখন পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার হতাশায় ভুগছিল বার্সা, ঠিক তখনই তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় মাদ্রিদ ক্লাব। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নাহুয়েল মলিনার ক্রসে প্রথমবারের চেষ্টাতেই জালে বল জড়িয়ে দেন বদলি নামা আলেক্সান্দার সোরলোথ। 

স্পেনে শীতকালীন বিরতির আগে শেষ সাত লিগ ম্যাচে মাত্র একটি জিতেছে বার্সা। সপ্তাহখানেকের ছুটি শেষে নতুনভাবে ফেরার ঘোষণা দিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘এখন একটা বিরতি আছে, আমার মনে হয় সবার এই বিরতিটা দরকার। ছুটির পর আমরা অনুশীলন করবো এবং দেখাবো যে কতটা শক্তিশালী আমরা।’

আতলেটিকোর বিপক্ষে চমৎকার খেলেও হার দেখতে হয়েছে মনে করেন তিনি, ‘এখন আমরা সবাই হতাশ, কারণ চমৎকার খেলেও হারতে হলো। এখন আমরা ক্রিসমাস উদযাপন করবো। ২৯ ডিসেম্বর ট্রেনিং শুরু হবে, মৌসুমের পরের অর্ধে কী করতে পারি সেদিকে মনোযোগ দিবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা