× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১২:২০ পিএম

দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে স্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ প্রতিপক্ষকে হোয়াটওয়াশ করেছে লিটন দাসের দল। বছরের শেষটা রাঙিয়ে দেশে ফিরেছে টাইগার ক্রিকেটারদের প্রথম বহর।  

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় ৪ ক্রিকেটারকে বহনকারী বিমানটি। তারা হলেন— তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও জাকের আলি অনিক। এদিকে বিকেল পাঁচটায় দেশে ফিরবেন আরও সাত জন। দ্বিতীয় ভাগে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে চার জন ফিরবেন ঢাকায়। 

এক মাসেরও বেশি এই সফরের শুরু হয় টেস্ট সিরিজ দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়। এরপর সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল স্বাগতিকদের কাছে হোয়াটওয়াশ হয়। তবে সেন্ট ভিনসেন্টে কিংসটাউনের আর্নোস ভেলেতে চমকে দেওয়া পারফরম্যান্স করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচেই জয় তুলে নেয় সফরকারীরা।

এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কোচিং স্টাফের সদস্যরা যাবেন বড় দিনের ছুটিতে। চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলের ব্যস্ততা না থাকায় কোচদের ছুটি দিয়েছে বোর্ড৷ ফলে প্রধান কোচ ফিল সিমন্সসহ বাকি কোচরা বাংলাদেশে ফিরবেন না। কেবল দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দেশে ফেরার কথা রয়েছে। 

এদিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর৷ তাই দেশে ফিরে ক্রিকেটাররা খুব বেশি বিশ্রামের সুযোগ পাবেন না। বিপিএলের প্রস্তুতিতে মাঠে নেমে পড়বেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা