প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৮ এএম
রবিন উথাপ্পা
রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতের সাবেক এ ক্রিকেটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের ভবিষ্যৎ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা। এনডিটিভি জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা দিতে বলা হয়েছে। অর্থ ফেরত না দিলে পরোয়ানা কার্যকর করা হবে।
গত ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কর্নাটকের আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি। কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নিলেও রবিন তা তহবিলের হিসাবে জমা দেননি বলে অভিযোগ উঠেছে। উথাপ্পার কাছে সব মিলিয়ে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি পাবে কোম্পানিটি। এ অর্থ এখন আদায়ের চেষ্টা চালানো হচ্ছে।
উথাপ্পাকে গ্রেপ্তারে পুলাকেশিনগর পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার। কিন্তু উথাপ্পার ঠিকানায় গিয়ে তার সন্ধান মেলেনি। ঠিক এক বছর আগে ঠিকানা পাল্টে ফেলেছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অর্থ ফেরত না দিলে উথাপ্পাকে গ্রেপ্তার করবে পুলিশ।
২০১৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন উথাপ্পা। ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা সাবেক এ
ক্রিকেটারের বয়স এখন ৩৯ বছর। ২০২২ সালে সর্বশেষ আইপিএল খেলা এ ব্যাটার গত মাসেও হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে মাঠে নেমেছেন। দ্য হিন্দু বলছে, পরিবার নিয়ে উথাপ্পা এখন দুবাইয়ে বসবাস করছেন।