× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনের নেতৃত্বগুণে মুগ্ধ সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৫ এএম

টি-টোয়েন্টি সিরিজ ট্রফি হাতে কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও লিটন দাস

টি-টোয়েন্টি সিরিজ ট্রফি হাতে কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও লিটন দাস

ব্যাটার লিটন দাস ব্যর্থ। তবে ক্যাপ্টেন লিটন দাস কিন্তু ব্যতিক্রম। চারদিকে তার জয়জয়াকার! প্রধান কোচ ফিল সিমন্স থেকে দলের ক্রিকেটারদের কণ্ঠেও চলছে লিটনের জয়গান। বাদ যাচ্ছেন না ক্রিকেট অনুরাগীরাও। এবার লিটনের স্তুতি গাইলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। তার নেতৃত্বগুণ মুগ্ধ করেছে সালাহউদ্দিনকে।তবে বিপিএলের গত আসরে লিটনের কাঁধে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্ব তুলে দেওয়ায় অনেক কটু কথাই হজম করতে হয়েছিল তাকে। তারপরও লিটনের অধীনে সেবার ফাইনাল খেলেছিল কুমিল্লা। কিন্তু তার আগে অনেক সমালোচনা শুনতে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির কোচকে সালাহউদ্দিনকে। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপের পর সেই কথাই গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন, ‘গত বছর লিটনকে কুমিল্লার অধিনায়কত্ব দিয়েছিলাম, তখন এ নিয়ে আমার কথা শুনতে হয়েছিল। আমি যখন সিদ্ধান্ত নেই অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেই। কারণ, মানুষের চিন্তাভাবনা, খেলা সম্পর্কে আইডিয়া, কতটা দূরদৃষ্টিসম্পন্ন সেসব দেখেই আমি সিদ্ধান্ত নেই।’

লিটনকে ‘ক্যাপ্টেন ম্যাটেরিয়াল’ হিসেবে অভিহিত করে সালাহউদ্দিন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সে খেলার থেকে ৩-৪ ওভার আগে থাকে। একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ, সে খেলা থেকে আগে থাকে কি না, বুঝতে পারে কি না, ঘটনা কী ঘটছে, ২ ওভার পরে কী হতে পারে, এটা মনে হয় ওর ভালো গুণ। প্রথম দুই ম্যাচে কম পুঁজি নিয়ে জিতেছি, আজকেও (কাল) যদি ফিল্ড সেট–আপ দেখেন, আমার মনে হয় ওর অসাধারণ গুণ আছে ক্যাপটেনসির।’

ক্যারিবীয় সফরে ব্যাট হাতে রানের দেখাই পাননি লিটন। টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচ তার ব্যাট ছুঁয়ে রান এসেছে ১৭। লিটন সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন চার ম্যাচে। দুবারই রানের খাতা খোলার আগেই ফিরেছেন। বাকি দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৭ রান। তবে লিটনের রানখরা নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে না সালাহউদ্দিনের কপালে, ‘খারাপ সময় আসতেই পারে, টেকনিক্যালি ওর খুব একটা সমস্যা নাই। আমার মনে হয় এটা থেকে খুব তাড়াতাড়ি বের হবে। যেকোনো সংস্করণেই সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই। মানসিকভাবে শান্ত থাকলে আরও ভালো থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা