নারী বিসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ০০:৫৭ এএম
একাই সাত উইকেট নেন নাহিদা আক্তার
মাঠে গড়িয়েছে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম আসর। রাজশাহীতে আজ প্রথম দিন দ্যুতি ছড়িয়েছেন শারমিন আক্তার, আয়েশা রহমান, ফারজানা হক ও নাহিদা আক্তার।
ফারজানার ব্যাটে হাসি, নাহিদার স্পিন ভেলকি
মধ্যাঞ্চলের বিপক্ষে ৯ উইকেটের বিনিময়ে ২৪০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে উত্তরাঞ্চল। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের এ ম্যাচে ওপেনার ফারজানা হক খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ৮৬ রানের চমৎকার এক ইনিংস।
দীর্ঘতম সংস্করণে খেলার ছাপ ছিল ফারজানার ব্যাটিংয়ে। ৮৬ রানের ইনিংসটি সাজান ২৪৬ বল খেলে ১০টি বাউন্ডারি হাঁকিয়ে। ফারজানার পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করে চতুর্থ উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন রিতু মণি।
মধ্যাঞ্চলের নাহিদা আক্তার বাঁ-হাতের স্পিন ভেলকি দেখিয়ে ৪৮ রানে শিকার করেন ৭ উইকেট। তার দল দিন পার করেছে বিনা উইকেটে ২৯ রান তুলে।
শারমিনের ফিফটি, শতকের পথে আয়েশা
দীর্ঘ দেড় বছর পর গত মাসে জাতীয় দলে ফিরেই চমক দেখিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। প্রত্যাবর্তনের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দিয়েছেন শারমিন।
সেই শারমিন এবার মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটেও দুর্দান্ত খেললেন। আজ শনিবার তিন দিনের ম্যাচের প্রথম দিনে ৮৮ রানের দাপুটে এক ইনিংস খেলেছেন পূর্বাঞ্চলের এ ব্যাটার। তার ১০১ বলে ৮৮ রানের ইনিংসে রয়েছে ১৬টি বাউন্ডারি ও ২ ছক্কা।
শারমিনের ব্যাটিং দৃঢ়তার পরও ১৯৩ রানেই গুটিয়ে গেছে পূর্বাঞ্চল। পরে ১ উইকেটে ১৬৪ রান তুলেই দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। দক্ষিণের উদ্বোধনী ব্যাটার আয়েশা রহমান দিনের খেলা শেষ করেছেন ৮২ রানে অপরাজিত রয়ে। তার ১২০ বলের ইনিংসে রয়েছে ১৩টি বাউন্ডারি ও এক ছক্কার মার।
প্রথম উইকেটে শারমিন সুলতানাকে (২৮) নিয়ে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন আয়েশা। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে রুবাইয়া হায়দারকে (৩৮*) নিয়ে লিখেছেন ৮৮ রানের পার্টনারশিপের গল্প।