প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৭ এএম
সাকিব আল হাসান ও তামিম ইকবাল— দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই ধোঁয়াশা কাটেনি। কিছু শর্তজুড়ে তামিম জানিয়েছেন, ফেরার সম্ভাবনা আছে তার। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি৷ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। তাই সেই টুর্নামেন্টে সাকিব-তামিম থাকবেন কি না তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ অবশ্য বললেন, ‘যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল।
শনিবার (২১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বছরের শেষ বোর্ড সভায় বসেছিল বিসিবির পরিচালকরা। সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু নেই। শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা, সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো। যেতে পারেনি। এখন বলবে বিপিএল খেলবে কি... আমার কাছে কোনো আপডেট নেই তার ব্যাপারে। ’
ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে অবসর নেন তামিম। এরপর ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। এখন ‘কারণ’ থাকলে ফিরতে চান তামিম, এমনটা জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আর দুই মাসও বাকি নেই, তার খেলার ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ নিয়ে ফারুক বলেন, ‘তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনও কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।’
এদিকে যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। এমন পারফরম্যান্সের জন্য আজিজুল হাকিম তামিমরা বিসিবির কাছ থেকে পুরস্কার পাচ্ছেন। পাশাপাশি পুরুষ ক্রিকেটারদের মতো কেন্দ্রীয় চুক্তির বাইরে ঘরোয়া ক্রিকেটে খেলা মেয়েদের চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটার, প্রত্যেক সদস্যকে আমরা ৩ লাখ টাকা করে প্রাইজমানি দেব। আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ত্রিশজন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা। ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি আমরা। যেটা নতুন জিনিস। ’
‘র্যাংকিংয়ের ভিত্তিতে ছেলেরা যেমন একেক অনুপাতে বোনাস পায়, একইভাবে মেয়েরাও বোনাস পাবে। টাকার অঙ্ক হয়তো একটু হেরফের হবে, তবে বোনাস পাবে। মূলত এগুলো নিয়েই আলোচনা করেছি। আপনারা জানেন, চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হবে। তাই এটা নিয়ে আমার বলার কিছু নেই। ’
এবারের বিপিএলে নতুন অনেক উদ্যোগ নিয়ে এসেছে বিসিবি। সোমবার ঢাকায় ও পরে আরও দুটি শহরে হবে মিউজিক ফেস্ট। এ ছাড়া তিন ভেন্যুতে বিপিএলের ট্রফি ট্যুর হবে বলেও জানিয়েছেন ফারুক, ‘থিম সং, গ্রাফিতি লঞ্চ হয়ে গেছে। কোলাহলপূর্ণ জায়গায় আমরা একটা জায়ান্ট বেলুন দেব। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি। মিউজিক ফেস্টে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। আমি জানি না আগে করা হয়েছে কি না। আমাদের মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে মধুমতি ব্যাংক এসেছে। তারা ৫ কোটি টাকার কাছাকাছি দেবে।’