ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ০০:০২ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৪ এএম
ম্যানচেস্টার সিটি ধরাশায়ী করেছে অ্যাস্টন ভিলা
দুঃসময়টা কিছুতেই যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। তাই তো দুঃস্বপটা দেখে চলেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। হারের দুষ্টু চক্রে যেন আটকে পড়েছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী দলটির দুর্দশা আর পতনের যেন শেষ হচ্ছে না!
হারের খোলসে ঘুরপাক খেয়ে চলেছে একের পর এক ম্যাচে। সর্বশেষ আজ রাতে সিটি ২-১ গোলে ধরাশায়ী হয়েছে অ্যাস্টন ভিলার কাছে। এ নিয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ১২ ম্যাচে নবম হার সিটির। আর প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে কোচ পেপ গার্দিওলার দল পেল ষষ্ঠ হারের তেতো স্বাদ।
কতটা খারাপ সময় গেলে এমনটা হয়। যে ক্লাবটি গত দুই মৌসুমে ৭ ম্যাচের বেশি হারেনি, সেই সিটি এখন হার দিয়ে যেন মালা বানিয়ে চলেছে।
এ হারের ফলে টানা চার মৌসুমে ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়ন সিটির ট্রফি ধরে রাখার সম্ভাবনা তলানিতে এসে ঠেকেছে। এখন যে অবস্থা তাতে শিরোপা জিততে হলে অলৌকিক পারফরম্যান্সই উপহার দিতে হবে সিটিকে।
এ হারের পর তালিকার ছয়ে নেমে যাওয়া সিটির সংগ্রহ ১৭ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ৬ হারে ২৭ পয়েন্ট। সবার ওপরে থাকা লিভারপুল থেকে ২ ম্যাচ বেশি খেলে গার্দিওলার দল পিছিয়ে রয়েছে ৯ পয়েন্টে।