প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১২ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৪ পিএম
জিয়ানলুইজি দোন্নারুম্মা
জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বীর বললে একটু কমই বলা হবে। গতকাল প্যারিস সেন্ট জার্মেই গোলরক্ষক দলের জন্য যা করে দেখালেন তা মনে রাখার কারণ হবে কয়েক যুগ। প্রতিপক্ষ খেলোয়াড়ের বুটের স্পাইকের আঘাতে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত তার মুখটা দেখে যে কেউ বলে দিবেন, দোন্নারুম্মা সত্যিকারের মহাবীর। কি দারুণ লড়ে যাওয়া, কাতরাতে কাতরাতে মাঠ ছাড়ার আগ মুর্হুত পর্যন্ত সীসা ঢালা প্রাচীর বনে গিয়েছিলেন তিনি।
কাল রাতে ফ্রেঞ্চ লিগ আঁতে মোনাকোর বিপক্ষে পিএসজির ৪-২ গোলে জয়ের রাতে দোন্নারুম্মার মুখের ডান পাশ আঘাত পান। মোনাকোর স্তাদ লুই দ্য সেকেন্ডে ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে উইলফ্রিড সিঙ্গোর বুট সরাসরি আঘাত হানে তার মুখে। সিঙ্গোর নেওয়া শট আটকে দিলেও তার পা আঘাত করে দোন্নারুম্মাকে। এতে ইতালিয়ান তারকার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় কাটা অংশ।
দুর্ঘটনার পর প্রায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো।
পরে সিঙ্গোকে কার্ড না দেখানোর সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মারকিনিওস, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’