ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮ পিএম
ভিনিসিয়ুস জুনিয়র
ফিফার বর্ষসেরা ফুটবলার বাছাইয়ে ভোট দিতে পারে ফিফার সদস্যভুক্ত দেশগুলো থেকেও। ভোট দেন মূলত জাতীয় দলের অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। কে কাকে ভোট দিয়েছেন, সে তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকা থেকে দেখা গেছে- বাংলাদেশ থেকে কেউ প্রথম পছন্দ হিসেবে ভিনিসিয়ুসকে ভোট দেননি। অথচ ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডই।
বাংলাদেশের অধিনায়ক সোহেল রানা প্রথম ভোট দিয়েছেন লিওনেল মেসিকে। দ্বিতীয় স্থানে ভিনিসিয়ুস আর শেষে জুড বেলিংহ্যামকে রাখেন তিনি। কোচ হাভিয়ের কাবরেরার প্রথম পছন্দ ছিল রদ্রি। তারপরে ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও দানি কারভাহাল।
ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুগনির সেরা তিনেই জায়গাই পাননি ভিনিসিয়ুস। তিনি সেরা হিসেবে বেছে নিয়েছেন রদ্রিকে, তারপর ভোট দেন বেলিংহ্যাম ও কারভাহালকে।
রদ্রি ও লিওনেল মেসিদের পেছনে ফেলে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ভিনির হাতেই।
ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের লড়াইয়ে ভিনি হারিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে। সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে জয়ের হাসি হেসেছেন ভিনিসিয়ুস। ম্যানসিটির তারকা রদ্রি ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটে পেয়েছেন ৪৩ পয়েন্ট। রিয়াল সতীর্থ জুড বেলিংহ্যামকেও হারিয়েছেন ভিনি। ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম পেয়েছেন ৩৭ পয়েন্ট।