× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনের চোখ এবার সিরিজ জয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৩১ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৩৩ পিএম

লিটনের চোখ এবার সিরিজ জয়ে

ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এবার সিরিজ জয়ে চোখ রাখছেন। তিনি জানিয়েছেন, প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর তার দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। 

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে টাইগারদের বোলিং তাণ্ডবে ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। 

ম্যাচ শেষে উইকেটের আচরণ নিয়ে সন্তুষ্ট না হলেও দলের বোলারদের প্রশংসা করেছেন লিটন। তিনি বলেন, ‘আমরা এর আগেও এখানে খেলেছি। তবে উইকেট দেখে যেমনটা ভেবেছিলাম, তেমনটা হয়নি। ব্যাটিংয়ের সময় আমরা বুঝতে পারছিলাম উইকেটটা ততটা ভালো নয়। আমরা ভেবেছিলাম ১৫০-১৬০ রানই ভালো স্কোর হতে পারে। আমাদের বোলারদের সামর্থ্য সম্পর্কে জানতাম, তাই এই রান নিয়েও লড়াই করার আত্মবিশ্বাস ছিল।’

আগামী বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। আত্মবিশ্বাসী কণ্ঠে লিটন বললেন সিরিজ জয়ের কথাও, ‘আমাদের দল এখন ভালো ক্রিকেট খেলছে। পুরো সফরটা অনেক লম্বা ছিল। তবে প্রথম টি-টোয়েন্টিতে জেতাটা আমাদের জন্য দারুণ শুরু। আরেকটি ম্যাচে ভালো খেলতে পারলে সিরিজ জয় সম্ভব।’

দলের সাফল্যের জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন লিটন। তার মতে, প্রতিপক্ষকে চাপে রাখতে হলে এমন বোলিং আক্রমণই প্রয়োজন। এখন দেখার পালা, সিরিজের পরবর্তী ম্যাচে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা