× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরা শেখ মেহেদি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:০২ এএম

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরা শেখ মেহেদি

ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। টেস্ট সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে মোটাদাগে ব্যর্থ ছিল টাইগাররা৷ তবে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেখ মেহেদি হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের কল্যাণে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে লিটন দাসের দল।

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে টাইগারদের বোলিং তাণ্ডবে ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম জয়ে তিন ম‍্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।  

ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি হাসান। ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতেও নিজের সামর্থের প্রমাণ দেন তিনি। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। স্বাগতিকদের ধসিয়ে ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন তিনি। 

ম্যাচ শেষে মেহেদি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সোজা বোলিং করেছি এবং প্রক্রিয়ায় অবিচল ছিলাম। এই উইকেট আমি উপভোগ করেছি। গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। শামীমের ইনিংসটি ছিল অসাধারণ। ওই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি তার সঙ্গে একটি ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি।’

শামীমের গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং মেহেদির বিধ্বংসী বোলিংয়ের সমন্বয়ে বাংলাদেশ ম্যাচের দখল নেয়। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে মেহেদি প্রতিপক্ষের মিডল অর্ডার ভেঙে দেন। শেষ পর্যন্ত তাদের লড়াই বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়। সিরিজে এগিয়ে থেকে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এখন পরের ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে। দলের এই ফর্ম ধরে রাখতে পারলে সিরিজ জয় নিশ্চিতভাবেই টাইগারদের হাতের নাগালে থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা