প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:১৭ এএম
ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার ডার্বিতে ১-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তবে হাল ছাড়েনি ম্যানচেস্টার ইউনাইটেড। ১ মিনিট ৫৫ সেকেন্ডেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে ফেলে ইউনাইটেড।
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ঠিকই। ইউনাইটেড প্রত্যাবর্তনের রূপকথার গল্প লিখে ইতিহাদ থেকে জয় ছিনিয়ে নিয়ে ফিরেছে ওল্ড ট্রাফোর্ড শিবির। অথচ ইংলিশ প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিকের শঙ্কায় পড়ে গিয়েছিল রেড ডেভিলরা। ম্যানইউ জিতেছে ব্রুনো ফার্নান্দেজ ও আমাদ দিয়ালোর গোলে।
ম্যাচের ৩৬ মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে সমতায় ফেরান ফার্নান্দেজ। তার পেনাল্টি গোলটি আসে ৮৮ মিনিটে।
দুই মিনিট না কাটতেই ফের গোল পায় ইউনাইটেড। লিসান্দ্রো মার্তিনেজের পাস ধরে এদেরসনের ওপর দিয়ে বল জালে জড়ান আমাদ। এতে সিটি সর্বশেষ ১১ ম্যাচ খেলে হার মানল আটটিতে।
অন্য দিকে অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। তবুও জয়ের দেখা পায়নি তারা। ম্যাচের চতুর্থ মিনিটেই সের্হিও গনসালেসের গোলে এগিয়ে যাওয়া লেগানেসই হেসেছে শেষ হাসি। আক্রমণের পর আক্রমণ শাণিয়েও তাই লাভ হয়নি। ১-০ গোলেই হার মেনেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা।
লা লিগায় এর আগের ম্যাচেও লাস পালমাসের কাছে ২-১ গোলে হার মেনেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে সর্বশেষ ৪ ম্যাচে বার্সার জয় মাত্র একটি। দুটি হারের বিপরীতে ড্র করেছে একটি। চলতি মৌসুমে লিগে ১৮ ম্যাচ খেলে বার্সা হারল চারটিতে। তবুও ৩৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত লিগে সবার ওপরে রয়েছে বার্সা।