প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৮ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ০৬:০৬ এএম
ট্রফি হাতে রভম্যান পাওয়েল ও লিটন দাস
কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ। কেননা টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।
বাংলাদেশের একাদশ রয়েছেন তিন পেসার ও দুই স্পিনার। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টি-টোয়েন্টির পর আজই প্রথম লাল-সবুজের একাদশে জায়গা পেলেন শামীম হোসেন পাটোয়ারী।
উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে পাওয়েলের। এখন তার দেখার ইচ্ছা বাংলাদেশ কেমন রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তার দলের লক্ষ্য এখন ১৮০ রানের সংগ্রহ গড়া।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোভমান পাওয়ের (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, আকিল হোসেন, গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।