× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়ডরহীন ক্রিকেটের সঙ্গে স্মার্টনেসের মিশেলে খেলবে উইন্ডিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪ ০১:০৫ এএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪ ০১:০৬ এএম

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের উইকেট উদযাপন

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের উইকেট উদযাপন

কুড়ি কুড়ি ফরম্যাটে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ সব সময় সাহস নিয়ে খেলে। বাংলাদেশের বিপক্ষেও   ‘ভয়ডরহীন' ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চায় স্বাগতিকরা। তবে সেটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে ঘটতে পারে বিপর্যয়। লিটন দাসদের বিপক্ষে তাই ভয়ডরহীন ক্রিকেটের সঙ্গে স্মার্ট ক্রিকেটের সমন্বয় ঘটিয়েই খেলতে চান ক্যারিবীয় ক্যাপ্টেন রভম্যান পাওয়েল।

টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগের দিন ক্যারিবীয় অধিনায়ক জানিয়ে দিলেন, ঠিক কোন স্টাইলের ক্রিকেট খেলতে চান তারা, 'মূল ব্যাপার হলো ভয়ডরহীন ক্রিকেট খেলা। যখন আমরা ভয়ডরহীন থাকব, কিছুটা স্মার্টনেসও মেশাতে হবে আমাদের। গত ১৫ মাস বা এই সময়ে আমরা বড় পদক্ষেপ নিয়েছি। সেই ধারা আমরা ধরে রাখতে চাই।'

চলতি বছর নিজেদের পারফরম্যান্সের উত্থান-পতন নিয়ে কথা বলেছেন পাওয়েলও। বাংলাদেশকে হারিয়ে বছর শেষ করতে চান তারা, 'খুবই গুরুত্বপূর্ণ (বছরটি ভালোভাবে শেষ করা)…। টি-টোয়ন্টি ক্রিকেটে এই বছরটি আমাদের জন্য ছিল মিশ্র। কিছু সিরিজ আমরা জিতেছি, কিছু হেরেছি। এই বাংলাদেশ সিরিজ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে বছরটি ভালোভাবে শেষ করার।'

নিজেদের মাঠের খেলা বলে কথা। প্রতাপ দেখিয়ে খেলতে চায় উইন্ডিজ। পাওয়েল জানালেন তেমনটা, 'কোনো দল যখনই ঘরের মাঠে খেলে, সবসময়ই দাপট দেখাতে চায়। আমরা সেই চেষ্টাই করে যাব। আমাদের জন্য ব্যাপারটি হলো ভালো ক্রিকেট খেলা এবং লম্বা সময় ধরে ভালো খেলে যাওয়া।'

চোটের কারণে সিরিজে নেই অভিজ্ঞ ও আগ্রাসী ওপেনার এভিন লুইস। তাই দলে ফেরা অভিজ্ঞ জনসন চার্লসের ওপর ভরসা রাখছেন পাওয়েল, 'গত ছয় মাসে সে খুব ভালো ক্রিকেট খেলছে। তার জন্য ব্যাপারটি হলো সেটি ধরে রাখার। আশা করি, প্রথম ছয় ওভারে সে আমাদেরকে ঝলমলে শুরু এনে দিতে পারবে এবং মাঝের ওভারগুলোয় অন্যরা অবদান রাখবে।'

লিটন দাসের মতো এবার উইকেট অন্যরকম মনে হচ্ছে ক্যারিবীয় ক্যাপ্টেনের কাছেও, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো থেকে উইকেট এবার পুরোপুরি ভিন্ন মনে হচ্ছে। আশা করি, কালকেও উইকেট ভালো থাকবে এবং উইকেট ভালো থাকা মানে ভালো ক্রিকেট খেলার সুযোগ। আশা করি, সেন্ট ভিনসেন্টের মানুষ মাঠে এসে আমাদেরকে সমর্থন করবেন সিরিজজুড়েই।' 

সেন্ট ভিনমেন্টের কিংসটাউনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা