× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোর্ডার-গাভাস্কার ট্রফি

গ্যাবা টেস্টের প্রথম দিনে বৃষ্টির দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯ পিএম

গ্যাবা টেস্টের প্রথম দিনে বৃষ্টির দাপট

ম্যাচ শুরুর আগেই আবহাওয়া খারাপ ছিল। প্রথম দফা বৃষ্টির পর তবু খেলা হতে পারল কিছুক্ষণ। দ্বিতীয় দফায় আর একটিও বল খেলা সম্ভব হলো না। ব্রিজবেন টেস্টের প্রথম দিনের রোমাঞ্চ-উত্তেজনা সব ভেসে গেল বৃষ্টিতে। যতটুক খেলা হলো, সেখানে দৃঢ়তা দেখালেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুয়েনি।

গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে শনিবার খেলা হতে পারে স্রেফ ১৩.২ ওভার। অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। খাওয়াজা ৪৭ বলে ৩ চারে ১৯ ও ম্যাকসুয়েনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন।

সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। যদিও প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫.৩ ওভারে অস্ট্রেলিয়ান ওপেনারদের অস্বস্তিতে ফেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা। দ্বিতীয় দফায় খেলা শুরুর পর ৭.৫ ওভার না যেতেই আবার হানা দেয় বৃষ্টি। 

দীর্ঘ অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আগামীকাল রবিবার দ্বিতীয় দিনে ন্যূনতম ৯৮ ওভার খেলার লক্ষ্য থাকবে দুই দলের। এদিন বৃষ্টির দাপট কতটা ছিল সেটি বোঝা যাবে ব্রিসবেন আবহাওয়ার ব্যুরোর দেওয়া তথ্যে। তারা ১৫ মিলিমিটার বৃষ্টির পূর্ভাবাস দিলেও, শহরটিকে আজ ৭০ মিলিমিটার বৃষ্টির মোকাবিলা করতে হয়েছে।

এদিকে খেলা দেখতে না পারায় হতাশায় পুড়েছেন ৩০ হাজারের বেশি দর্শক। তবে তাদের হতাশা কাটাতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়ে সিএ বলছে, ৩০ হাজার ১৪৫ জন দর্শক পুরো টাকা ফেরত পাবেন, যেহেতু প্রথমদিন ১৫ ওভারেরও কম খেলা হয়েছে। বোর্ডের গভর্নিং বডি আবহাওয়াজনিত ক্ষতি পোষাতে নিয়েছে এই সিদ্ধান্ত।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩.২ ওভারে ২৮/০ (খাওয়াজা ১৯*, ম্যাকসুয়েনি ৪*; বুমরাহ ৬-৩-৮-০, সিরাজ ৪-২-১৩-০, আকাশ ৩.২-২-০)


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা