× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারানোর আশা সৌম্যের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারানোর আশা সৌম্যের

ওয়েস্ট ইন্ডিজ সফরে আশানুরূপ ফল পাচ্ছে না বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতায় শেষ করলেও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে একঅর্থে অসহায়ভাবেই আত্মসমর্পণ করেছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদি হাসান মিরাজ ব্রিগেড। ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে লড়তে যাচ্ছে দুই দল। 

সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শেষ করে সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে ফিল সিমন্সের শিষ্যরা। আগামীকাল রবিবার মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচের আগের দিন শনিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় টাইগার ওপেনার সৌম্য সরকার অবশ্য শোনালেন ক্যারিবিয়ানদের হারানোর কথা, ‘পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।’  

জাতীয় দলের এই ওপেনার বিশ্বাস করেন পুরো দলের পারফরম্যান্সেঅ ভালো করা সম্ভব, ‘আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।’

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও সেখান থেকে ভালো দিকই খুঁজতে চাইছেন সৌম্য, ‘আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক।’

শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলিং ইউনিট হতাশ করেছিল দলকে। ৩২১ রান করেও হারের খাতায় ছিল টাইগারদের নাম। যদিও প্রেস কনফারেন্সে সৌম্যর প্রত্যশা বোলাররা ভালো কিছু করবেন, ‘আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা