প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ২০:০০ পিএম
চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের পদটি। আর্থিক জালিয়াতির কারণে গত বছরের ১৪ এপ্রিল ফিফা থেকে নিষিদ্ধ হন আগের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এরপর তিনমাসের চুক্তিতে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় ইমরান হোসেন তুষারকে। এর তিনমাস পর চুক্তির মেয়াদ বাড়লো তুষারের। আজ বুধবার বাফুফের নির্বাহি কমিটির সভায় তুষারের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাজী সালাউদ্দিন যুগের অবসান হওয়ার পর গত অক্টোবরে দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। বুধবার ছিল নতুন কমিটির দ্বিতীয় সাধারণ সভা। সভায় সাধারণ সম্পাদকের চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৩ সালের ২৭ এপ্রিল বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন তুষার। বাফুফের আগের সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যাক্তিগত সহকারী ছিলেন তিনি। তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হওয়ার পর এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি হয় তার।