× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার কথা বললেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫ পিএম

তানজিম সাকিব

তানজিম সাকিব

ওয়ানডেতে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে ভুলে গিয়েছিল, তাদের কাছেই টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। তাতে ১০ বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে ক্যারিবিয়ানদের। দুই বছর আগেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে স্বাগতিকদের ধবলধোলাই করে আসা বাংলাদেশ দলের কী হলো! কেন তারা কোনোভাবেই পেরে উঠতে পারছে না। এর জন্য অনেকেই অনেক যুক্তি দাঁড় করাচ্ছেন। তবে সিরিজ হারের মূল কারণ হিসেবে জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব ব্যাটিং ব্যর্থতাকেই সামনে আনলেন।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে জাতীয় দলের এই পেসার বলেছেন, ‘আপনি যদি দেখেন প্রথম ম্যাচে সবাই অসাধারণ ব্যাটিং করেছে। আর এই ম্যাচে (দ্বিতীয় ম্যাচ) আমার মনে হয় একটু পিছিয়ে গেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ায়। আমার মনে হয়, ওই জায়গায় কলাপস করেছি। যদি ব্যাক টু ব্যাক উইকেট না দিতাম। ব্যাটাররা যদি আরেকটু জুটি বা কমিটমেন্ট নিয়ে ব্যাট করত, তাহলে হয়তো আরও একটু ভালো স্কোর করতে পারতাম।’

আগের ম্যাচে তিন হাফ সেঞ্চুরি হলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শুধু অভিজ্ঞ মাহমুদউল্লাহ। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পাওয়া মাহমুদউল্লাহ খেলেছেন ৬২ রানের ইনিংস। অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৯২ রানের জুটিতেই ২০০ পেরোয় বাংলাদেশ। তানজিম হাসান সাকিব করেন ৪৫ রান। ব্যাটারদের মধ্যে তাড়াহুড়ো ছিল কি নাÑ এমন প্রশ্নে অনেকটা এভাবেই উত্তর দিলেন সাকিব, ‘আমি তাড়াহুড়ো বলব না। কারণ তামিম যেভাবে ব্যাটিং করে, এটা ওর ন্যাচারাল ব্যাটিং। ও এখান থেকে বের হয়ে এলে এটাও হবে না। ও খুব ভালো স্মুথলি কিন্তু রান করছিল। ওরা ভালো বোলিং করেছে অবশ্যই। ভালো সুইং করিয়েছে। যেটা সিলস বলেছে ময়েশ্চার ছিল উইকেটে। ওরা ভালো সুইং, ক্যারি পাচ্ছিল। আমরা হয়তো আরেকটু কমিটমেন্ট নিয়ে মনোযোগ দিয়ে ব্যাট করতে পারতাম। কারণ এটা খুব ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমার কাছে মনে হয়, যদি আরেকটু সময় নিতাম, তাহলে পরে কভারআপ করা যেত।’

নিজের ব্যাটিং নিয়ে তানজিম সাকিব বলেছেন, ‘সবসময় চেষ্টা করি টিমের যখন দরকার হবে, যেন ভালো ব্যাটিংটা করতে পারি। আমার মাইন্ডসেট কখনও কাজ করে না যে, একজন ভালো অলরাউন্ডার হব বা এ রকম কিছু। চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাট করব, সেটা প্র্যাকটিসে হতে পারে, ম্যাচে হতে পারে। এদিন একটা সুযোগ আসছে, চেষ্টা করেছি রিয়াদ ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য। আর নিজের স্ট্রং জোনে যে বলগুলো পেয়েছি, শটস খেলার চেষ্টা করেছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা