× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে ক্লিন সুইপ করে শোধ তুলতে চায় ক্যারিবীয়রা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের উইকেট উদযাপন

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের উইকেট উদযাপন

সেন্ট কিটসে টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে বাকি আর মাত্র এক ম্যাচ। বাংলাদেশের সামনে সুযোগ এখন শেষ ম্যাচে সান্ত্বনার জয় ছিনিয়ে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর। আর ওয়েস্ট ইন্ডিজের সামনে টাইগারদের ধবলধোলাই করে মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। 

নিজেদের মাঠে দুদলের আগের দুটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের শিকার হয়েছে ক্যারিবীয়রা। তেতো সেই স্বাদটা স্বাগতিকরা এবার অতিথি টাইগারদের ফিরিয়ে দিতে চায়।

দুই বছর আগের সিরিজে চোখের সামনেই হোয়াইটওয়াশের তেতো স্বাদ হজম করেন শাই হোপ। প্রভিডেন্সে তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সুযোগ পেলে কে না শোধ তুলতে চায়! হোপের চাওয়া ঠিক তেমনটাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এখন ক্যারিবীয়রা। সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে ধবলধোলাই করতে চান হোপ।

ওয়ার্নার পার্কে মঙ্গলবার রাতে সিরিজ নিশ্চিতের পর পুরস্কার বিতরণের ফাঁকে কোনো ধরনের রাগঢাক না রেখে টাইগারদের হোয়াইটওয়াশ করার ইচ্ছার কথাই জানিয়েছেন শাই হোপ, ‘খুব ভালো লাগছে। পাওয়া প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেইডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।’

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা আট দল সরাসরি আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ রয়েছে নয় নম্বরে। হোপ চান সরাসরি ওয়ানডে বিশ্বকাপে দলের নাম লিখতে। এজন্য সামনের ম্যাচগুলো জিতে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করতে চান। যাতে র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে উঠতে পারে তার দল, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা