চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭ পিএম
চ্যাম্পিয়নস লিগে নিজেদের ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। সমপরিমাণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলে এখন পর্যন্ত ছয়ে বার্সা এবং সাতে ডর্টমুন্ড। ১০ পয়েন্ট নিয়ে আর্সেনাল-মোনাকো লড়বে একই সময়ে। সাবেক ম্যানচেস্টার সিটি লড়বে জুভেন্টাসের বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচগুলো।
এদিন ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে হান্সি ফ্লিকের দল। লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে অজেয় থেকে মাঠে নামবে বার্সা। ভালো অবস্থানে নূরী সাহিনের দলও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানে হারের পর পেছনে তাকাতে হয়নি ইয়লো আর্মিদের। মৌসুমে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১২ পয়েন্ট দুদলের।
ম্যাচটি ঘরের মাঠে হওয়াতে একটু বেশিই আত্মবিশ্বাসী ডর্টমুন্ড। তারপরও নিজেদের ফেভারিট মানতে নারাজ স্বাগতিক দলের কোচ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ম্যাচে কারা ফেভারিটÑ এ নিয়ে মোটেও ভাবছি না। আমি মনে করি, দুই দল সমমানের।’ তবে দলের তারকা সেন্টারব্যাক নিকলাস সুলেকের ইনজুরিতে কিছুটা চিন্তিত নূরী। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘এটি দলের জন্য খারাপ সংবাদ। আগামী বেশকিছু ম্যাচে দেখা যাবে না সুলেকে। তিনি মারাত্মক ইনজুরিতে ভুগছেন।’
এদিকে লা লিগার সবশেষ ম্যাচে ড্র করেছে বার্সা। নতুন মৌসুমে উড়তে থাকা কাতালানরা রিয়াল বেটিসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে, যা তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি ম্যাচটিতে লাল কার্ড দেখেন কোচ ফ্লিক। বিষয়টি বেশ কষ্ট দিচ্ছে তাকে। এ বিষয়ে অবশ্য তিনি বলেছেন, ‘আমি মোটেও ধোঁকাবাজ নই। আমি নিজের প্রতিই বিরক্ত, অন্য কারও প্রতি নয়।’ তবে চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফ্লিকের। তিনি বলেছেন, লা লিগার মতো চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখাতে চায় তার দল।
চ্যাম্পিয়নস লিগে ১৮ পয়েন্ট নিয়ে মঙ্গলবার পর্যন্ত শীর্ষে লিভারপুল। টানা ছয় ম্যাচ জিতেছে দ্য রেডসরা।দ্বিতীয়তে লেভারকুসন। তিনে অ্যাস্টন ভিলা, চারে ইন্টার মিলান। পাচে ব্রেস্ট।