আজ শুরু এনসিএল টি-টোয়েন্টি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৬ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৭ এএম
ট্রফি নিয়ে টুর্নামেন্টের আট দলের অধিনায়ক ও অতিথিরা।মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ---ছবি: আ. ই. আলীম
২০১০ সালে একবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছিল। তখন অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের এমন জয়জয়কার ছিল না। তবে ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর টুর্নামেন্টটি আর মাঠে গড়ায়নি। দেশে আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট না থাকায় বিপিএলে দল না পেলে অনেক ক্রিকেটারই সারা বছর ম্যাচ খেলা থেকে বঞ্চিত থাকতেন। ফলে এই ফরম্যাটে ভালোমানের ক্রিকেটার খুঁজে পাওয়া ছিল কঠিন। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর আবারও ফিরছে ঘরোয়া এই টুর্নামেন্ট।
চায়ের নগরী সিলেটের দুই ভেন্যুতে আজ বুধবার মাঠে গড়াচ্ছে আট দলের অংশগ্রহণে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও পাশের আউটার মাঠে সব মিলিয়ে মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। দুদিন পর এক দিন থাকবে বিরতি। শেষ তিন দিন হবে বিরতি ছাড়া। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। সে ধারাবাহিকতায় ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে অভিনবত্ব আনতে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি। সরকারের সার্বিক সহযোগিতায় বিপিএলের একাদশ আসর জাঁকজমকভাবে আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। মারকাটারি আসরের আগে ঘরোয়া এই লিগে শুধুমাত্র দেশিরা অংশ নেওয়ায় নিজেদের প্রস্তুতিও সারবে লোকাল ক্রিকেটাররা। বিপিএলের মূল লড়াইয়ে যা কাজে দেবে একথা বলাই যায়।
ইতোমধ্যে এনসিএল টি-টোয়েন্টিকে প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি। তাই এই টি-টোয়েন্টি সামনে রেখে কদিন আগেই রাজধানী ঢাকায় টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ও নজরকাড়া ট্রফি উন্মোচন করা হয়। গতকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে জার্সি উন্মোচন হয়। নতুনত্ব রেখে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেনস মিট-আপ’। সেখানে আট দলের আট অধিনায়ক এই টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন। সব অধিনায়কের মুখেই ছিল দীর্ঘদিনের আবদার পূরণে বিসিবির প্রতি কৃতজ্ঞতা।
ক্যাপ্টেনস মিটে রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী বলেছেন, ‘এটা আমাদের অনেক দিনের চাওয়া। বিপিএলের বাইরে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনেক বছর ধরেই চাচ্ছিলাম। যেটা এবার হচ্ছে। অনেক ভালো উদ্যোগ। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এটা সামনের বিপিএলেও সাহায্য করবে।’ ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ বলেছেন, ‘আমাদের দলে সিনিয়র-জুনিয়র মিলে ভালো একটা সমন্বয় আছে। মনে হয় আমার দলের বোলিং আক্রমণ খুবই ভালো। আমরা চাচ্ছিলাম বিপিএলের আগে এ রকম একটা ঘরোয়া টুর্নামেন্ট হোক। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট।’
সবশেষ বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়েছেন তামিম ইকবাল। এরপর ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে খেলার পর মাঠের বাইরেই ছিলেন তিনি। এনসিএল টি-টোয়েন্টি দিয়েই মাঠে ফিরছেন টাইগার সাবেক অধিনায়ক। দেশের সেরা এই ওপেনার খেলবেন নিজের চট্টগ্রাম বিভাগের হয়ে। এই দলটির অধিনায়ক ইয়াসির আলী। দলে তামিমের থাকাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন ইয়াসির, ‘তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা একটা বুস্ট আপ। তিনিও চাইবেন সেরাটা যেন দিতে পারেন। তার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের জন্যও অনেক বড় অনুপ্রেরণা।’
খুলনা বিভাগের অধিনায়ক নুরুল হাসান সোহান গ্লোবাল সুপার লিগ খেলে দেশে ফিরতে দেরি হওয়ায় তাদের প্রতিনিধি হিসেবে ছিলেন হার্ডহিটার জিয়াউর রহমান। এনসিএল তার কাছে বিপিএলের প্রস্তুতির দারুণ সুযোগ, ‘আমরা সব সময় চাই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আরও বেশি হোক। এবার এনসিএল টি-টোয়েন্টি হচ্ছে, এটা ভালো। বিপিএলের প্রস্তুতিতে টুর্নামেন্টটা কাজে দেবে।’ বরিশালের অধিনায়ক সোহাগ গাজী মাঠে সেরাটা দিতে মুখিয়ে আছেন, ‘মাঠের ক্রিকেট আসলে যারা ভালো খেলবে, তাদের কাছেই ফল যাবে। আমরা চেষ্টা করব মাঠে কত ভালো খেলা যায়। ভুলত্রুটি যত কম করা যায়।’
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাজশাহীকে নেতৃত্ব দেবেন। তবে তিনিও ক্যাপ্টেনস মিটে ছিলেন অনুপস্থিত। তার বদলে অনুষ্ঠানে যোগ দিয়ে তরুণ ক্রিকেটার প্রীতম কুমার জানিয়েছেন, এই টুর্নামেন্ট স্থানীয়দের জন্য বড় প্ল্যাটফর্ম, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এমন টুর্নামেন্ট সচরাচর হয় না। বিপিএলের বাইরে এমন একটা টুর্নামেন্ট মানে নিজেদের মেলে ধরার সুযোগ।’
প্রথমবারের মতো হতে যাওয়া এই আসরে পৃষ্ঠপোষকতা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ালটন ও রিমার্ক। টুর্নামেন্টটির নাম ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি-২০, পাওয়ার্ড বাই ওয়ালটন।’