× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নয়া ইতিহাস লিখলেন দেশের নারী আম্পায়াররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪ ০০:৩৭ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪ ১০:৪৬ এএম

দেশের নারী আম্পায়াররা

দেশের নারী আম্পায়াররা

আইরিশ নারীদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করলেও টি-টোয়েন্টি সিরিজে বাস্তবতা টের পেয়েছে দেশের মেয়েরা। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতিরা। তারপরও মাইলফলকের সিরিজ হিসেবে আইরিশদের এই সফর চির স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটে।

এবারই প্রথম বাংলাদেশ নারী ক্রিকেটে ছিল স্পন্সরের দেখা। সেই হিসেবে বিশেষ এক সিরিজ খেললো মেয়েরা। তবে সিরিজের শেষ ম্যাচে এসে নারী আম্পায়াররা লিখেছেন নতুন ইতিহাস। বাংলাদেশের মাটিতে প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজের পুরো ম্যাচ পরিচালনায় ছিলেন নারী আম্পায়াররা। 

সোমবার সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে রেফারির দায়িত্বে ছিলেন সুপ্রিয়া রানী দাস। আর মাঠের আম্পায়ার হিসেবে কাজ করেন সাথিরা জাকের জেসি, রোকেয়া সুলতানা মিশু, ডলি রানি সরকার ও সুজান রেডফার্ন। দেশের ইতিহাসে এক ম্যাচের চার আম্পায়ার ও এক ম্যাচ রেফারির সবাই ছিলেন নারী। তবে বাংলাদেশে এমন ঘটনা এবারই প্রথম।

তবে দেশের আম্পায়ারদের ইতিহাস গড়ার ম্যাচটা জয়ে রাঙাতে পারেননি জ্যোতিরা। উল্টো বাজেভাবে হার মেনেছে বাংলাদেশের কন্যারা। এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি সংস্করণে ঘরের মাঠে হোয়াইটওয়াশের হ্যাটট্রিকের লজ্জায় পড়েছে বাংলাদেশের মেয়েরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা