প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২২:০৮ পিএম
কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। স্বভাবত বাংলাদেশের বিপক্ষে হার মেনে নিতে কষ্ট হয়েছে ক্যারিবিয়ানদের। বিশেষ করে ম্যাচ যখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল টাইগার ব্যাটারদের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করতে দেখা যায় স্বাগতিকদের। এর জন্য অবশ্য শাস্তি পেয়েছেন উইন্ডিজের পেসার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার।
আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আগ্রাসী উদযাপনের জন্য পেসার সিলসের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট এবং তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর স্লেজিংয়ের জন্য সিনক্লেয়ারের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আম্পয়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।