অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৮ পিএম
গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্সআপ আজিজুল হাকিম তামিমের দল। আর পাকিস্তান ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। অন্যদিকে শতভাগ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ ভারত। শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুদল।
আগামীকাল শুক্রবার দুবাই আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই
সময়ে ভারত ও শ্রীলঙ্কান যুবারা খেলবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে
বেশ ভালোভাবেই জয় লাভ করে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে জয়
পায় তারা। পরের ম্যাচে নেপালকে ১৪১ রানে আটকে বড় ব্যবধানে জয় পায়। কিন্তু তৃতীয় ম্যাচে
লঙ্কানদের বিপক্ষে তীরে গিয়ে তরী ডুবে। ৪৯ রানে শেষ ৭ উইকেট খুইয়ে তারা ম্যাচ হারে
৭ রানে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ডিফেন্ডিং
চ্যাম্পিয়ন বাংলাদেশ। চলতি আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের বড় প্রতিবন্ধক পাকিস্তান।
কারণ, পাকিস্তান ইতোমধ্যে বেশ ধারাবাহিকতার প্রমাণ দিয়েছে।