× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলিং ইউনিটের প্রশংসায় তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:০১ পিএম

বোলিং ইউনিট ‍দুর্দান্ত করেছে, জ্যামাইকাতে বাংলাদেশ দারুণ এক জয়ও পেয়েছে তাতে— সংগৃহীত ছবি

বোলিং ইউনিট ‍দুর্দান্ত করেছে, জ্যামাইকাতে বাংলাদেশ দারুণ এক জয়ও পেয়েছে তাতে— সংগৃহীত ছবি

বোলিংয়ে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন অভিজ্ঞতার পুরোটা ঢেলে দিয়েছিলেন তাইজুল ইসলাম। জ্যামাইকায় স্পিনার তাইজুল আগের তিন দিনে ব্যাটার হিসেবে কাজ করলেও চতুর্থ দিনে দেখান স্পিন ভেলকি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ভুগিয়ে তুলে নেন ফাইফার, বাংলাদেশও পায় দারুণ এক জয়। অমন জয়ের পর দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টাইগার স্পিনার। তাইজুলের মতে, তাদের বোলিং ইউনিটের এই বাংলাদেশ যেকোনো দলের বিপক্ষেই জিততে পারে।

তাইজুলের কথাটি স্রেফ কথার কথা নয়। তার প্রমাণ আগেও দিয়েছেন বাংলাদেশের বোলাররা। কখনও স্পিন আবার কখনও পেস— দুইয়ে মিলিয়ে দলকে বহুবার ম্যাচে ফিরেছেন। তবে বোলারদের মতো দায়িত্ব বেশ কিছু ম্যাচে ব্যাটাররা নিতে পারেননি। জয়ও আসেনি। সেই হারের ‍বৃত্ত জ্যামাইকায় ভেঙেছে। তাইজুল চতুর্থ দিনে নায়ক বনে হয়েছেন টেস্ট ম্যাচের সেরা। বাংলাদেশের আরেক বোলার তাসকিন আহমেদ হয়েছেন সিরিজ সেরা। তাইজুলের বোলিং ইউনিট নিয়ে স্তুতির কারণও আছে বেশ।

ম্যাচের সেরা হয়েছেন স্পিনার তাইজুল— সংগৃহীত ছবি

কিংস্টনে দ্বিতীয় ইনিংসে টানা নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেট নেন তাইজুল। সব মিলিয়ে টেস্টে ৭৪ রান খরচায় তার শিকার ৬ উইকেট। জ্যামাইকা টেস্টের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা তাইজুল বলেন বোলিং ইউনিট নিয়ে, ‘এখানে অস্বীকার করার মতো কিছু নাই। আমাদের যে পেস বোলিং আক্রমণ আছে, স্পিন আক্রমণ আছে, আমরা বেশ কিছুদিন ধরে একসঙ্গে খেলে আসছি। সবারই একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা ইনশাল্লাহ বিশ্বের যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। জয়টির মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বাঁহাতি এই স্পিনার বলেছেন, ‘এটা আমাদের কন্ডিশনের বাইরে (জয়)। নিজেদের কন্ডিশনের বাইরে এসে এমন জয় অবশ্যই অনেক বড় প্রাপ্তি। আমার কাছে মনে হয় আমাদের ছেলেরা অনেক এফোর্ট দিয়েছে মাঠে। আমাদের চেষ্টা ছিল কোনোভাবে ম্যাচটা জেতার জন্য এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।’

ম্যাচে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান আছে তাইজুলের। দুই ইনিংসে মিলিয়ে ১১৬ বল মোকাবিলায় রান করেন ৩০। ব্যাট হাতে চেষ্টা করলেও বোলিংয়ের সন্তুষ্টির কথা জানান তিনি, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যখন যেটা চাওয়া ছিল, আমি পূরণ করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচে চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে আসি, আমার ওপর দলের একটা বড় চাওয়া ছিল। সেটা সফল হয়েছে। আমার অনেক ভালো লাগছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা