× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ শুরু কাল

জয়ের ধারায় থাকতে চান জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪ পিএম

বিশেষ পোশাক পরে চা বাগানে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক— ছবি: বিসিবি

বিশেষ পোশাক পরে চা বাগানে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক— ছবি: বিসিবি

তিন ওয়ানডে ম্যাচের তিনটিতেই দাপুটে জয় তুলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের মেয়েদের ধবলধোলাই করতে দল হিসেবে খেলেছেন টিম টাইগ্রেস। পঞ্চাশ ওভারের শেষে এবার কুড়ি ওভারের ক্রিকেটের চ্যালেঞ্জ। ম্যাচ জয়ের মাঝে থাকা নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি সিরিজ জিততেও আশাবাদী, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নন। বাংলাদেশ দলের অধিনায়কের চাওয়া মোমেন্টাম ধরে রাখার।

আগামীকাল দুপুর ২টায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে আজ বুধবার দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি ও আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। দুজনকে দেখা গেছে চা শ্রমিকের বেশে।

অভিনব উপায়ে ট্রফি উন্মোচনের বিষয়ে পরে উচ্ছ্বাস প্রকাশ করেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি, ‘অবশ্যই এটা (চা-বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন। কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।’

আইরিশ মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচ ৭ ডিসেম্বর। তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ বসবে ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে গতকাল সিলেটে নিজেদের লক্ষ্যের কথাও বলেছেন জ্যোতি, ‘সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’

তবে টাইগার অধিনায়ক অতি আত্মবিশ্বাসী হয়ে ভুল করতে চান না, ‘অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা