× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনকে হারিয়ে শেষটাও রাঙালো হকির যুবারা

আগামীকাল সংবর্ধনা দেবে ফেডারেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম

চীনকে হারিয়ে শেষটাও রাঙালো হকির যুবারা

এশিয়ান কাপ হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত সেরা পাঁচে থাকা। সেটির কারণও ছিল। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব হকি বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে গতকাল মঙ্গলবারই ওই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে  বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। যেকোনো পর্যায়ের হকিতে এবারই প্রথম কোনো বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ। এরপর ওমানের মাসকটে শেষটাও রাঙালো মওদুদুর রহমান শুভর শিষ্যরা।

আজ বুধবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ১০ দলের মধ্যে পঞ্চম হয়েই স্বপ্নের টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে শক্তিশালী পাকিস্তানের কাছে হার মানে ৬-০ গোলের বড় ব্যবধানে।

তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটা ২-২ গোলে ড্র করার পর চীনের সঙ্গে ১-১ গোলে ড্র। গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার থাইল্যান্ডকে উড়িয়ে পরের দিন তথা আজ চীনের বিপক্ষেও এসেছে জয়। 

৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হার বাংলাদেশের। সন্দেহাতীত এর চেয়ে ভাল কিছু আশাও করেনি বাংলাদেশ। দারুণ এক প্রতিযোগিতা শেষ করে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দেশে ফিরছে বাংলাদেশ দল। এরপর দুপুর ১টায় রাজধানীর ফ্যালকন হলে পুরো দলকে সংবর্ধনা দেবে হকি ফেডারেশন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা