প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম
কোচ সিমন্স চাচ্ছেন নাহিদ সব সংস্করণে খেলুক— সংগৃহীত ছবি
সাদা পোশাকের ক্রিকেটে নাহিদ রানার পথচলার এই কদিনের। তবে অল্পতেই ছাপ রেখে চলছেন বেশ খানিকটা। অভিষেকের পর বাংলাদেশের তরুণ পেসার বিশ্বকে মুগ্ধ করে চলছেন গতিতে। সাদা বলের ক্রিকেটে ওয়ানডেও খেলেছেন, তবে টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। টাইগার পেসারকে ক্রিকেটের ক্ষুদে সংস্করণেও দেখতে চান বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। তার চাওয়া যতটা সম্ভব ওয়ার্ক লোড মানিয়ে নাহিদকে সব ফরম্যাটে বাজিয়ে দেখার।
জ্যামাইকা টেস্টের পর ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলোচনায় নাহিদকে নিয়ে ভবিষৎ পরিকল্পনার কথা বলেন টাইগার কোচ। ক্যারিবিয়ান দুই সতীর্থের আলোচনায় অনেকটা অংশজুড়ে ছিলেন নাহিদ। তরুণ পেসারের গতিতে মুগ্ধ হওয়া বিশপ জানতে চান, নাহিদকে কি তিন সংস্করণেই খেলাবে কিনা? সিমন্স তখন জানান, টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও নাহিদকে বাজিয়ে দেখতে চান তারা।
টাইগার কোচের ভাষ্য, ‘এটা (নাহিদের খেলা) নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি। তার বোলিংয়ের পরিমাণ যেন ভারসাম্যপূর্ণ রাখা যায়, যাতে আমরা তাকে চোট থেকে দূরে এবং ঠিক রাখতে পারি। সে একটি ওয়ানডে খেলেছে। আশা করি, তাকে টি-টোয়েন্টি স্কোয়াডেও পাব, যাতে এখানে অন্তত একটি টি-টোয়েন্টিতে তাকে খেলাতে পারি। তাহলে দেখতে পাব তার ভেতর আর কী আছে। না খেলালে জানতে পারব না, এই সংস্করণে আমাদের দেওয়ার কী আছে তার।’
তবে নাহিদকে খেলানোর ব্যাপারে সচেষ্ট থাকলেও চোট কিংবা ওয়ার্ক লোডের ব্যাপারেও ভেবে রাখছে টিম ম্যানেজমেন্ট। সে কারণে নাহিদকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কথা ভেবেছেন টাইগারদের কোচ সিমন্স, ‘ওয়ানডেতে সে আছে, টি-টোয়েন্টিতে তাকে পরখ করব এবং দেখব, সেখান থেকে কোথায় যেতে পারে সে। তবে অবশ্যই যতটা ভালোভাবে সম্ভব তাকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করছি আমরা।’