প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে জট খুলতে শুরু করেছে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমঝোতার দিকেই চেয়ে আছে। আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের (আইসিসি) কাছে একটি প্রস্তাবনাও রাখতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। চ্যম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে মেনে নিতে প্রস্তুত পিসিবি। অবশ্য এর জন্য জুড়ে দিতে পারে একটি শর্ত।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসির মধ্যস্থতায় পাকিস্তান একটি লিখিত চুক্তি করতে চায় ভারতের সঙ্গে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের মতো একই সুবিধা চায় পাকিস্তান। অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারতে খেলা হলে সেটা হাইব্রিড মডেল প্রন্থায় পাকিস্তানের জন্য অন্যদেশের ভেন্যুতে ব্যবস্থা করার দাবি জানাতে পারে পাকিস্তান।
যদিও চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে আলোচনা এখনো চলমান। এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ক্রিকইনফোর দাবি, আগামী সপ্তাহের মিটিংয়ে বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিসিআইয়ের কাছে প্রস্তাবনা রাখবে পিসিবি। এ নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তির কথা ভাবছে পিসিবি। যে প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি থেকে। যা হতে পারে ২০৩১ সাল পর্যন্ত।
২০২৫ থেকে ২০৩১ সাল—এই চক্রে তিনটি আইসিসি বৈশ্বিক ইভেন্টের আয়োজক হবে ভারত। ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথবাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই। ২০২৯ সালে দেশটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আর ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক থাকবে দেশটি। এই বিশ্বকাপের কো-হোস্ট হিসেবে থাকছে বাংলাদেশ।
ভেন্যু নিয়ে দেন-দরবারের মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘ক্রিকেটের জন্য যেটা ভালো, আমরা সেটাই করবো। সমতার ভিত্তিতে আমরা যে কোনো ফর্মূলাতে মানতে প্রস্তুত। সবকিছুর উর্ধ্বে সম্মান, বাকিসব পরে।’
ভারত ক্রিকেটে ‘আধিপত্য’ দেখাচ্ছে, এমন অভিযোগ তুলে মহসিন বলেছেন, ‘দীর্ঘসময় ধরে একপাক্ষিক চাওয়াতে সব হচ্ছে। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। পাকিস্তান সবসময় ভারত সফরে যাবে, অথচ তারা পাকিস্তানে আসা থেকে বিরত থাকবে, এটা গ্রহণযোগ্য নয়। যা হবে সব সমতার ভিত্তিতে হওয়া উচিত।’